Advertisement
Advertisement

Breaking News

corona virus

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অত্যাধুনিক কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ভারচুয়াল এই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

union health minister dr harsh vardhan inaugurated super speciality covid hospital in prayagraj | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 5, 2020 8:31 am
  • Updated:October 6, 2020 7:42 am

আনলক ৫’এও দেশে করোনা সংক্রমণে বিরাম নেই। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬ লক্ষ  ২৩ হাজার ৮১৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬৮৫। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৬৬ হাজার ৯৭৪ জন। মৃত ৫ হাজার ১৩২ জন। করোনা ভাইরাস সম্পর্কিত লাইভ আপডেট (Corona Virus Live Update):

দুপুর ৩.৫০:  উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অত্যাধুনিক কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

Advertisement

দুপুর ২.৫০: মহারাষ্ট্রে হোটেল, রেস্তরা খোলার সরকারি ছাড় মিলেছে। কিন্তু আর্থিক অনটন ও আরও নানা কারণে একাধিক রেস্তরা এখনও বন্ধই থাকছে। মাত্র ৩০ শতাংশ হোটেল, রেস্তরা আজ খুলছে। 

দুপুর ২.১০: লকডাউনের পর স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। কিন্তু এখনও মন্দা কাটেনি মুম্বইয়ের ডাব্বাওয়ালেদের। 

দুপুর ১.১৫: করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

বেলা ১২.১৫: গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুর সাক্ষী থেকেছে মহারাষ্ট্র।

বেলা ১২.১০: বাংলা-সহ মোট দশ রাজ্যের করোনা সংক্রমণ তিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের। 

সকাল ১১.৩০: করোনা আক্রান্ত মালদার সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরি সভাপতি আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালুবাবু। কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় আইসিইউতে ভরতি করা হয়েছে।

সকাল ১১.০০: অন্ধ্রপ্রদেশের এক গ্রামে করোনা আক্রান্ত ২৭ জন স্কুল পড়ুয়া।

সকাল ১০.০০: লকডাউনে স্থগিত ছিল ইএমআই। সেই সুদের উপর ব্যাংকগুলি আরও সুদ নিতে পারবে কিনা, তা নিয়ে আজ চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। 

সকাল ৯.৪০: মহারাষ্ট্রে নিয়ম মেনে আজ থেকে খুলছে হোটেল, রেস্তরা, বার। 

সকাল ৯.৩৫: গত ২৪ ঘণ্টায় দেশে ৯ লক্ষ ৮৯ হাজার ৮৬০ টি নমুনা পরীক্ষা হয়েছে। 

সকাল ৯.২২: নিম্নমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ।

সকাল ৮.৩০: গত ২৪ ঘণ্টায় মিজোরামে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর মেলেনি। 

সকাল ৮.২০: দেশের দৈনিক করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা পার করেছে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ন্যূনতম ১৪০ জনের নমুনা পরীক্ষা করতে হয়। ভারতে এর ছ’গুন পরী ক্ষা হচ্ছে।

সকাল ৮.১৫: ব্রাজিলে একদিনে করোনায় মৃত ৩৬৫ জন।

সকাল ৮.১০: হাসপাতালের বাইরে থাকা সমর্থকদের সঙ্গে দেখা করলেন ট্রাম্প। 

সকাল ৮.০০: এখনও হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ফুসফুসে সংক্রমণ কতটা ভয়াবহ আকার নিয়েছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ