Advertisement
Advertisement

Breaking News

খুনে অভিযুক্ত গোরক্ষকদের ক্লিনচিট দিয়ে বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী

মন্ত্রীর আচরণের সমালোচনায় কংগ্রেস৷

Union minister Jayant Sharma ‘honours’ lynching accused
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2018 8:27 pm
  • Updated:July 7, 2018 8:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষার নামে খুনে অভিযুক্তদের মালা পরিয়ে অভ্যর্থনা জানিয়ে এবার বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা। গত বছর ৩০ জুন ঝাড়খণ্ডে এক মাংস ব্যবসায়ীকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয় ১১ জন। তাদের মধ্যে ৮ জনকে আদালত দোষী সাব্যস্ত করেছে। সেই আট জন জামিনে মুক্ত হতেই তাদের মালা পরিয়ে ঝাড়খণ্ডে নিজের বাড়িতে স্বাগত জানাতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। অভিযুক্তদের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

[ত্রিপুরায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় খুশি! বিপ্লব দেবের মন্তব্যে ফের বিতর্কের ঝড়]

গত বছর ৩০ জুন গোহত্যা ও পাচারে যুক্ত অভিযোগে ঝাড়খণ্ডের হাজারিবাগের রামগড়ে নৃশংসভাবে খুন করা হয় আলিমুদ্দিন আনসারিকে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার ওপর পিটিয়ে খুন করে একদল দুষ্কৃতী। এমনকী তাঁর গাড়িটিও জ্বালিয়ে দেওয়া হয়। এরপরই আলিমুদ্দিনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। প্রায় এক বছর ধরে মামলা চলার পর এই ঘটনায় ৮ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিকে এই মামলার রায়কে ইতিমধ্যেই চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই তদন্তের আরজি জানান কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা।

Advertisement

[খ্রিস্টানদের নিয়ে উসকানিমূলক মন্তব্য, বিতর্কে বিজেপি সাংসদ]

ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর এই আচরণের প্রতিবাদে সরব কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র অজয় কুমার বলেন, ‘‘বিজেপি সরকারের অন্যতম একজন শিক্ষিত মন্ত্রীর এই আচরণ মেনে নেওয়া যায় না।’’ এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেছে কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ