Advertisement
Advertisement
Black Money

‘ব্ল্যাক মানি’র বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, ৮ বছরে ১.২৫ লক্ষ কোটি টাকা উদ্ধার, দাবি মোদির মন্ত্রীর  

৪৬ হাজার কোটি টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে।

Union Minister says, so far 1.25 Lakh Crore Rupees Black Money Recovered By Government | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 13, 2022 12:03 pm
  • Updated:December 13, 2022 12:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পর্যন্ত ১ লাখ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav)। এক সাক্ষাৎকারে রেলমন্ত্রী বলেন, ‘‘দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করছে কেন্দ্র। এখনও পর্যন্ত ১.২৫ লাখ কোটি কালো টাকা উদ্ধার হয়েছে। ৪৬ হাজার কোটি টাকা মূল্যের আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি ক্রোক করা হয়েছে।’’ মন্ত্রীর দাবি, দেশের দরিদ্র মানুষ মোদি সরকারের নেতৃত্বে কল্যাণমূলক কেন্দ্রীয় প্রকল্পে প্রাপ্য টাকার পুরোটাই পাচ্ছেন। অশ্বিনীর মতে ডিজিটাল অর্থনীতির সাহায্যে বিভিন্ন স্তরে দুর্নীতি কমেছে। তাঁর সংযোজন, ‘আগের জমানার কয়লা, স্পেকট্রামের মতো দুর্নীতির পথও বন্ধ হয়েছে।’

মোদি সরকারের সাফল্য বুঝিয়ে তিনি বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Rajiv Gandhi) বলেছিলেন, দরিদ্রদের কল্যাণের জন্য বরাদ্দ করা এক টাকার মধ্যে মাত্র ১৫ পয়সা তাঁদের কাছে পৌঁছয়। এখন প্রকল্পের ১০০ শতাংশ অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষ পাচ্ছেন। রাজীব গান্ধী বলেছিলেন ৮৫ শতাংশ সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছয় না। কিন্তু বর্তমানে ২৬ লক্ষ কোটি টাকা সরাসরি আমজনতার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে।’’ উল্লেখ্য, মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মামলা চলছি সুপ্রিম কোর্টে। প্রশ্ন উঠেছে, আচমকা সিদ্ধান্তের ফলে কতখানি লাভ হয়েছিল দেশের? আদৌ কি কালো টাকা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে? এর মধ্যেই ১ লাখ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করা হল কেন্দ্রের তরফে। 

Advertisement

[আরও পড়ুন: আসন্ন বাজেটেই মধ্যবিত্তের মুখে হাসি! আয়করে বড়সড় ছাড় দিতে পারে কেন্দ্র]

এদিকে মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিতে চলতি অর্থবর্ষের প্রথম অর্ধে ৩৩৪২ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে ভারত। ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দামে যখন রোজই মুখ থুবড়ে পড়ছে, তখন কেন্দ্রের তরফে জানানো হল, টাকার দামে রাশ টানতেই এই পদক্ষেপে বাধ‌্য হয়েছে আরবিআই (RBI)। দেশের আর্থিক পরিস্থিতি এবং বিদেশি মুদ্রার ভাণ্ডারে নিত‌্য কড়া নজরদারি বজায় রাখে আরবিআই। বাজারের পরিস্থিতির উপর নজর রাখতে নিত‌্য নীতি বদলও করতে হয় তাদের। এই অবস্থায় এই বড় অঙ্কের মার্কিন ডলার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাোন হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: অরুণাচলে ভারত-চিন সংঘর্ষ, সংসদে সরকারের কাছে জবাব চাইল তৃণমূল]

লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বলেন, সেপ্টেম্বর পর্যন্ত ৩৩৪২ কোটির মার্কিন ডলার বিক্রি করা হয়েছে। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার বিনিময় মূল‌্য গত ২০ অক্টোবর ৮৩.২০-তে পৌঁছে যায়। নভেম্বর পর্যন্ত টাকার ৬.৯ শতাংশ অবমূল‌্যায়ন ঘটেছে। অপরিশোধিত তেলের দামের নিরিখে মার্কিন ডলারের মূল‌্য বেড়েছে ৭.৮ শতাংশ। এক প্রশ্নের জবাবে লোকসভায় এই তথ‌্য পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ