১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রয়োজনে সংসদে বিল এনে তৈরি হবে রাম মন্দির, ইঙ্গিত বিজেপি শীর্ষনেতার

Published by: Subhajit Mandal |    Posted: August 20, 2018 6:49 pm|    Updated: August 20, 2018 7:09 pm

UP Deputy CM hints Ram Centre’s Ram Mandir move

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভোটের গন্ধ আসতে না আসতেই ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে মন্দির বিতর্ক। বিজেপি নেতারা ফের বলতে শুরু করেছেন ২০১৯-এর আগেই অযোধ্যায় তৈরি হবে রাম মন্দির। এর আগে মন্দির নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিনয় কাটিয়ার। বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ, সাধ্বী প্রজ্ঞারাও বারবার সওয়াল করেছেন মন্দিরের পক্ষে। তাদের দাবি যেনতেনপ্রকারেণ ভোটের আগেই মন্দির তৈরি করতে হবে। এবার তেমন ইঙ্গিত দিলেন খোদ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। প্রয়োজন পড়লে সংসদে বিল এনে তৈরি হবে রাম মন্দির।

[পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখে ‘শুভেচ্ছা’ মোদির]

আপাতত রাম মন্দির বিতর্ক আদালতে বিচারাধীন। ২০১৯-এর আগেই এই মামলার নিষ্পত্তি হবে বলে মনে করছেন আইনজীবীরা। বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীর বক্তব্য যদি আদালতের রায় মন্দিরের পক্ষে নাও যায়, তাহলেও মন্দির তৈরি করা হবে। প্রয়োজনে সংসদে বিল এনে আইন তৈরি করা হবে। এবং নতুন আইনের বলে অযোধ্যায় প্রতিষ্ঠা করা হবে রাম মন্দির। কেশবপ্রসাদ মৌর্য বলেন, আপাতত আমাদের হাতে বিল পাশ করানোর মতো উপযুক্ত সাংসদ সংখ্যা নেই। যদি লোকসভায় বিল পাশও হয়ে যায়, রাজ্যসভায় তা আটকে যাবে, আশা করি প্রত্যেক রামভক্তই একথা জানেন। কিন্তু যখনই রাজ্যসভায় আমাদের শক্তি বাড়বে আমরা তাঁর সদ্ব্যবহার করব, দুর্ব্যাবহার করব না। মৌর্য বলেন, একমাত্র রাম মন্দির স্থাপনের মাধ্যমেই প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিংহল, রাম জন্মভূমি শিলান্যাস কমিটির প্রাক্তন চেয়ারম্যান মহন্ত শ্রী রামচন্দ্র দাস পরমহংস এবং করসেবকদের আত্মত্যাগের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।

[আগামী সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে]

মৌর্যর বক্তব্যের পরই বিতর্ক ছড়িয়েছে। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একজন উপমুখ্যমন্ত্রী এধরণের মন্তব্য করছেন কীভাবে? প্রশ্ন তুলেছে আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। ওয়াইসির দলের দাবি, ফের ভোটের আগে মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়ে সাম্প্রদায়িকতার রাজনীতি করতে চাইছে গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে