Advertisement
Advertisement

Breaking News

Rape

‘মুসলিম মহিলাদের তুলে এনে ধর্ষণ করব’, প্রকাশ্যে হুমকি দেওয়া হিন্দু মহন্তকে গ্রেপ্তার করল পুলিশ

ড্যামেজ কন্ট্রোল করতে পরে অবশ্য ক্ষমাও চেয়েছিলেন তিনি।

UP Hatemonger who Threatened Muslim Women With Rape, Arrested | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 13, 2022 9:44 pm
  • Updated:April 13, 2022 9:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব’, প্রকাশ্যে এমনই হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক হিন্দু মহন্ত। সেই ঘটনার ১১ দিন পর অবশেষে গ্রেপ্তার করা হল সেই বজরং মুনি দাসকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের মহন্তর একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল, বজরং মুনি দাস (Bajrang Muni Das) নামের ওই হিন্দু মহন্ত প্রকাশ্যেই মুসলিম মহিলাদের ধর্ষণ করার হুমকি দিচ্ছেন। উত্তরপ্রদেশের খাইরাবাদ শহরের মহর্ষি শ্রী লক্ষণ দাস উদাসীন আশ্রমের ওই মহন্ত এক শোভাযাত্রা চলাকালীন বলেন, “যদি মুসলিমরা কোনও হিন্দু মেয়েকে উত্যক্ত করে, তাহলে আমি নিজে মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব।” মহন্তর সেই নিদান শুনে সমস্বরে ‘জয় শ্রীরাম’ (Jai Sree Ram) ধ্বনি দিয়ে ওঠে সমবেত জনতা। দেওয়া হয় হাততালিও। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

Advertisement

[আরও পড়ুন: সকাল ১১.০৫-এর পর স্কুলে এলেই শিক্ষকদের ‘অনুপস্থিত’ ধরা হবে, রাজ্যে জারি কড়া নির্দেশিকা]

জানা যায় ঘটনাটি আসলে ২ এপ্রিলের। নবরাত্রি (Navaratri) উপলক্ষে এক শোভাযাত্রায় কথাগুলি বলেছিলেন বজরং মুনি দাস। ভিডিওটি ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। ড্যামেজ কন্ট্রোল করতে পরে অবশ্য ক্ষমাও চেয়েছিলেন তিনি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি।” কিন্তু তাতেও সমালোচনা থেকে পার পাননি তিনি।

তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘটনা সামনে আসার ১১ দিন পর তাঁকে সীতাপুর থেকে গ্রেপ্তার করা হল। হিংসা ছড়ানো এবং কুমন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

[আরও পড়ুন: দেউচা পাচামি নিয়ে গলছে বরফ, গ্রামবাসীদের দাবি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ