Advertisement
Advertisement
UP MLC Election Result

উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনেও ‘ক্লিন সুইপ’ বিজেপির, কাঁটা শুধু বারাণসীর হার

মোদির গড়ে তৃতীয় স্থানে বিজেপি!

UP MLC Election Result: BJP sweeps elections, loses key Varanasi seat | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 12, 2022 2:36 pm
  • Updated:April 12, 2022 2:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য এসেছিল। সেই পথ ধরেই উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনে বড়সড় সাফল্য পেল বিজেপি। উত্তরপ্রদেশ আইনসভার উচ্চকক্ষে এই প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি (BJP)।

উত্তরপ্রদেশের ৩৬টি বিধান পরিষদের (Uttar Pradesh legislative council) আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে ৯টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। বাকি ২৭টি আসনে মঙ্গলবার ভোটগণনা চলছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই ২৭ আসনের মধ্যে ২৪ আসনই যাচ্ছে বিজেপির দখলে। ৩টি আসন যাচ্ছে নির্দলদের দখলে। রাজ্যের প্রধান বিরোধী সমাজবাদী পার্টির (Samajwadi Party) খাতা শূন্যই থাকছে। পরাজিত হয়েছেন সপার তারকা প্রার্থী তথা উত্তরপ্রদেশের অন্যতম বিতর্কিত চরিত্র ডাঃ কাফিল খানও। 

Advertisement

[আরও পড়ুন: ঋণখেলাপি মামলায় বড় সাফল্য সিবিআইয়ের! দেশে ফেরানো হল নীরব মোদির ‘ডানহাত’ সুভাষ পরবকে]

তবে ৩৬টির মধ্যে ৩৩টি আসনে জিতলেও বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে থাকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে হার। বারানসী কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃতীয় হয়েছেন। পূর্ব উত্তপ্ররদেশের ঐতিহ্যশালী ওই শহর থেকে জিতেছেন নির্দল প্রার্থী অন্নপূর্ণা সিং। এই অন্নপূর্ণা সিং স্থানীয় ‘বাহুবলী’ নেতা ব্রিজেশ সিংয়ের স্ত্রী। আরও দুটি আসনে নির্দলরা জয়ী হলেও খাতা খুলতে পারেনি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বলে রাখা দরকার, এই বিধান পরিষদ নির্বাচনগুলিতে নির্বাচিত বিধায়ক, পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলররা ভোট দেন। সদ্যই বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের দলের বিধায়ক সংখ্যা একলাফে অনেকটা বেড়েছে। তা সত্ত্বেও বিধান পরিষদের এই হার ভালমতোই ধাক্কা দেবে সমাজবাদী পার্টিকে।

Advertisement

[আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত কমপক্ষে ৬, আহত বেশ কয়েকজন]

এদিকে, এই বিরাট জয়ের ফলে ১০০ আসনের উত্তরপ্রদেশ বিধান পরিষদের নির্বাচনে এই প্রথমবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে বিজেপি। এতদিন বিজেপির দখলে ছিল ৪৪টি আসন। এবার তা সত্তরের গণ্ডিও পেরিয়ে যাবে। যা আগামী দিনে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ণের ক্ষেত্রে বড়সড় সুবিধা করে দিতে পারে যোগী আদিত্যনাথকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ