BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ঘরের কথা বাইরে নয়’, অক্সফোর্ডের ডাক ফেরালেন বরুণ, বার্তা রাহুলকে?

Published by: Subhajit Mandal |    Posted: March 17, 2023 12:02 pm|    Updated: March 17, 2023 1:50 pm

Varun Gandhi declines Oxford Union invite | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ সফরে গিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে দেশের রাজনৈতিক মহল যখন সরগরম, ঠিক তখনই অক্সফোর্ড ইউনিয়নে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন বরুণ গান্ধী। মোদি (Narendra Modi) জমানায় কি সঠিক পথে চলছে ভারত? এই শীর্ষক একটি আলোচনায় বরুণ গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে। কিন্তু সেই আমন্ত্রণ সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন বরুণ।

পিলভিটের বিজেপি (BJP) সাংসদ বলছেন, আমার মতো একজন লেখক তথা জনপ্রতিনিধির জন্য অক্সফোর্ডের আমন্ত্রণ পাওয়াটা সত্যিই গর্বের এবং সৌভাগ্যের। সেজন্য আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওই আলোচনা সভায় আমার পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না। বরুণ বলছেন, আমাদের দেশের সমস্যা নিয়ে আন্তর্জাতিক ফোরামে কথা বলাটা একেবারেই যুক্তিযুক্ত হবে না। বরুণও গান্ধী পরিবারের (Gandhi Family) সদস্য। সম্পর্কে রাহুল গান্ধীর ভাই। কিন্তু দাদার সঙ্গে তাঁর নীতিগত এবং মতাদর্শগত পার্থক্য বিস্তর। সেটা আরও একবার বুঝিয়ে দিলেন বরুণ গান্ধী (Varun Gandhi)।

[আরও পড়ুন: দাবি মানার আশ্বাস সরকারের, মহারাষ্ট্রের কৃষকদের লং মার্চ আপাতত স্থগিত]

বরুণের স্পষ্ট বক্তব্য, দেশের সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। তবে সেটা দেশের মধ্যেই। তিনি বলছেন, “জাতীয় স্তরের কোনও ইস্যু নিয়ে সংসদ বা অন্য কোনও দেশীয় ফোরামে আলোচনা করাই ঠিক। যে কোনও ধরনের মতামত দেশের ভিতরেই দেওয়া উচিত। দেশের নীতি নির্ধারকদের দেওয়া উচিত। আমি দেশের ইস্যু নিয়ে বিদেশে আলোচনা করার মধ্যে কোনও যুক্তি খুঁজে পাইনা।”

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভেঙে পড়ল আলুর হিমঘর, মৃত অন্তত ৮, কাঠগড়ায় প্রশাসন]

বস্তুত বরুণ যে বিজেপির (BJP) অন্দরে অসন্তুষ্ট সেটা কারও অজানা নয়। কিছুদিন আগে তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনাও শোনা গিয়েছিল। কিন্তু রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজেই বরুণের কংগ্রেস যোগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের অভিমত, এবার রাহুলকেই ঘুরিয়ে বার্তা দিয়ে গেলেন বরুণ। বুঝিয়ে দিলেন, দেশের সমস্যা নিয়ে দেশে আলোচনা করাটাই শ্রেয়, বিদেশের মাটিতে নয়, তেমনটাই 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে