Advertisement
Advertisement

Breaking News

এনডিটিভি ইন্ডিয়া’র সম্প্রচার বন্ধ নিয়ে রাজনীতির অভিযোগ নাইডুর

প্রশাসনের সিদ্ধান্তকে আরও একবার যুক্তিযুক্ত প্রমাণ করে তিনি জানান, সবার আগে দেশের সুরক্ষা৷

Venkaiah Naidu defends govt. decision of one day ban on NDTV India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 1:49 pm
  • Updated:June 19, 2019 6:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:এনডিটিভি ইন্ডিয়া’র সম্প্রচার বন্ধের নিদানের বিরুদ্ধে যখন একযোগে সরব দেশের বিরোধীরা, তখন এ নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন ভেঙ্কাইয়া নাইডু৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতে, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের লক্ষ্যেই এ নিয়ে সমালোচনা করা হচ্ছে৷

পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে পাক হামলার সম্প্রচারের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে সর্বভারতীয় চ্যানেলটির সম্প্রচারে৷ কেবল টিভি অ্যাক্ট লঙ্ঘনের দায়ে এই প্রথমবার শাস্তির মুখে পড়তে হয়েছে চ্যানেলটিকে৷ দেশের সংবাদমাধ্যমের উপর এই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের বিরোধিতা করেছে দেশের এডিটরস গিল্ড৷ এই ইস্যুকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে বিরোধিতার সুর চড়িয়েছে বিরোধীরাও৷ দেশে কি জরুরি অবস্থা চলছে, এ প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এবার এ নিয়ে রাজনীতির পাল্টা অভিযোগ তুললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী৷ তাঁর মতে, প্রশাসনের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরদিন থেকে এই সমালোচনা করা শুরু হয়েছে৷ পুরো ব্যাপারটাই সুপরিকল্পিত ও হিসেব করে নেওয়া রাজনৈতিক পদক্ষেপ বলেই মনে করছেন তিনি৷ প্রশাসনের সিদ্ধান্তকে আরও একবার যুক্তিযুক্ত প্রমাণ করে তিনি জানান, সবার আগে দেশের সুরক্ষা৷ ২৬/১১’য় হামলার ঘটনার পর ইউপিএ সরকারের কাছে যে যে পরামর্শ জমা পড়েছিল, তা মেনেই এ সিদ্ধান্ত নেওয়া বলেও জানান তিনি৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ