সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম বা মৃত্যু, কোনওটাই বোধহয় মানুষের হাতে নেই। তাই অনেক সময় শত চেষ্টাতেও কাউকে বাঁচানো যায় না, আবার নিশ্চিত মৃত্যুর মুখ থেকেও ফিরে আসেন অনেকেই। ঠিক যেমনটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপর রেল স্টেশনে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও বরাতজোরে বেঁচে গেলেন এক মহিলা। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়।
[শৌচাগার বানালেই অপঘাত! অন্ধবিশ্বাসে বিহারের গ্রামে ‘নো টয়লেট’]
মুম্বই শহরের লাইফলাইন লোকাল ট্রেন। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন। আর ভিড়ের চাপেই হোক, কিংবা নেহাতই অসাবধানতাবশত, চলন্ত ট্রেনের সামনে যাত্রীদের পড়ে যাওয়ার ঘটনা মাঝেমধ্যে নজরে আসে। গত ২৩ জুন তেমনই একটি ঘটনা ঘটল মুম্বই শহরতলির ঘাটকোপর রেলস্টেশনে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে গেলেন এক মহিলা। এমনকী, ঘটনার কয়েক মিনিট পরে ওই মহিলাকে পায়ে হেঁটে স্টেশন থেকে বেরিয়ে যেতে দেখা যায়। স্টেশনের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, তখন সবেমাত্র একটি ট্রেন ঘাটকোপর স্টেশনে ঢুকছে, আচমকাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক মহিলা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। কিন্তু ট্রেন চলে যাওয়ার পর, ওই মহিলাকে আর দেখতে পাওয়া যায়নি। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান অন্যন্য যাত্রীরা। তবে, কিছুক্ষণ পর ফের ওই মহিলার ছবি ধরা পড়ে উলটো দিকের প্ল্যাটফর্মের সিটিটিভি ক্যামেরায়। দেখা যায়, দিব্যি পায়ে হেঁটে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন ওই মহিলা। শেষপর্যন্ত ওই মহিলা প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকেই।
[নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করলেন দুই তরুণী]
কিন্তু, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও কীভাবে বেঁচে গেলেন ওই মহিলা? স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার সময়ে উপুড় হয়ে রেললাইনের ওপর পড়েন ওই মহিলা। ট্রেন চলে যাওয়ার পর, সম্ভবত তিনি নিজেই প্ল্যাটফর্মে ওঠে আসেন এবং স্টেশন থেকে বেরিয়ে যান। সেই ছবিও ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।
দেখুন সেই ভিডিও