সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park) বাসিন্দা নামিবিয়ার এক চিতার সন্ধানে মধ্যপ্রদেশের এক গ্রামে গিয়ে গণপিটুনির মুখে পড়লেন উদ্ধারকারীরা। তাঁদের ডাকাত ভেবেই আক্রমণ করলেন গ্রামবাসীরা। মারধরের চোটে চারজন সদস্যকে ভরতি হতে হয়েছে হাসপাতালে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়েছিল চিতা (Cheetah)। তাদেরই একজন নামিবিয়ার আশা। তারই সন্ধানে এসেছিলেন উদ্ধারকারীরা। মোট ৬ জন ছিলেন ওই দলে। বৃহস্পতিবার রাতে শেওপুর ডিভিশনের বুড়াখেদা গ্রামে যান তাঁরা। সেই সময়ই হামলার মুখে পড়তে হয় তাঁদের। ডাকাত সন্দেহে তাঁদের আক্রমণ করেন গ্রামের বাসিন্দারা।
জানা গিয়েছে, প্রথমেই গ্রামবাসীরা ওই দলটিকে দেখতে পেয়ে তাড়া করতে থাকেন। কিন্তু উদ্ধারকারীরা কিছুই বুঝতে পারেননি। তাই তাঁরা জঙ্গলে অনুসন্ধান চালিয়ে যান। ফলে অচিরেই তাঁদের উপরে হামলা করেন গ্রামবাসীরা।
উদ্ধারকারী দলের চারজনকে ভরতি করা হয়েছে হাসপাতালে। তবে তাঁদের চোট তেমন গুরুতর নয়। এদিকে পুলিশ ১২ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। এহেন পরিস্থিতিতে কুনোর আশপাশের গ্রামগুলিকে সচেতন করার কথাও বলছেন সরকারি আধিকারিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.