১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

রামনবমীর আগেই রণক্ষেত্র ঔরঙ্গাবাদ, পাথরবৃষ্টি, জ্বলল পুলিশের গাড়ি

Published by: Paramita Paul |    Posted: March 30, 2023 10:23 am|    Updated: March 30, 2023 10:24 am

Violence in Maharashtra City On Ram Navami Eve | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর (Ram Navami) আগের সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশ বাহিনী। পালটা তাঁদের উপর চড়াও হয় ৫০০-৬০০ জন। পুলিশের ভ্যান-সহ একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

অশান্তির সূত্রপাত বুধবার সন্ধেয়। রমজান মাসেই রামনবমী। সেই উপলক্ষে দুই সম্প্রদায় মানুষের মধ্যেই উৎসবের আমেজ। এমন পরিস্থিতিতে ঔরঙ্গাবাদের কিরাদপুরা এলাকায় বুধবার সন্ধেয় যুবকদের দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী।

[আরও পড়ুন: ‘মোদির নাম নিতে আমাকেও চাপ দিত CBI’, এবার বিস্ফোরক খোদ অমিত শাহ]

পুলিশ কমিশনার নিখিল গুপ্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ নামতেই পালটা হামলা চলে। পুলিশের গাড়ি-সহ ছয়-সাতটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের খোঁজ চলছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয়দের শান্ত করতে মাঠে নেমেছেন জনপ্রতিনিধিরা।

স্থানীয় সাংসদ ইমতিয়াজ জলিল জানিয়েছেন, একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গোষ্ঠী অশান্তিতে জড়িয়ে পড়ে। সেই অশান্তিকে কেন্দ্র করে কয়েক শো লোক জড়ো হয়ে যায়। পাথর ছোঁড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই বলে দাবি তাঁর।

[আরও পড়ুন: পড়তে বসতে বলেছিলেন বাবা, অভিমানে চরম সিদ্ধান্ত ৯ বছরের ‘ইনস্টা কুইনে’র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে