Advertisement
Advertisement
Viral Video of Delhi Cop

বৃদ্ধ শ্বশুরকে একের পর এক চড় মহিলা সাব-ইনস্পেক্টরের, দাঁড়িয়ে দেখল সহকর্মীরা, প্রকাশ্যে ভিডিও

অভিযুক্ত মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে।

Viral Video of Delhi Cop Repeatedly Slaps Her Father-In-Law | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 6, 2022 7:01 pm
  • Updated:September 6, 2022 7:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি পুলিশের (Delhi Police) এক মহিলা সাব-ইনস্পেক্টরের কীর্তি দেখে অবাক নেটিজেন। সহকর্মী সামনেই ওই মহিলা সাব-ইনস্পেক্টর নিজের বৃদ্ধ শ্বশুরকে একের পর এক চড় মারলেন। রাজধানীর লক্ষ্মী নগর (Laxmi Nagar) এলাকায় এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যার পর নিন্দায় সরব হয়েছে নেটদুনিয়া। ইতিমধ্যে অভিযুক্ত সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের অভিযুক্ত মহিলা সাব-ইনস্পেক্টরের নাম জানা যায়নি। তবে তিনি দিল্লির ডিফেন্স কলোনি থানায় কর্মরত। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঘরের মধ্যে একটি বেঞ্চে বসে রয়েছেন এক বৃদ্ধ। ওই ঘরে দুই মহিলা এবং একজন পুলিশকর্মীও রয়েছেন। মহিলা সাব-ইনস্পেক্টরের সঙ্গে বাদানুবাদ চলছিল বৃদ্ধের, যিনি তাঁর শ্বশুর। আচমকাই সহকর্মীদের সামনে তিনি বৃদ্ধ শ্বশুরমশাইকে একের পর এক চড় মারতে থাকেন। একটা সময় উর্দি পরা এক সহকর্মী এগিয়ে এসে মহিলাকে সরিয়ে দেন।

Advertisement

[আরও পড়ুন: রাজনৈতিক দলের নাম ও প্রতীকে কোনও ধর্মীয় পরিচয় নয়? কী বলছে সুপ্রিম কোর্ট?]

ওই মহিলা সাব-ইনস্পেক্টর ছাড়াও তাঁর মা বৃদ্ধর উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু ঠিক কী কারণে বৃদ্ধর উপরে এই হামলা? বিষয়টি স্পষ্ট না হলেও শ্বশুরবাড়ির সঙ্গে ওই মহিলার মামলা চলছে বলে জানা গিয়েছে। সেই সংক্রান্ত কারণে ঝামেলা বেধে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: জলে ডুবে বেঙ্গালুরু, বন্যা বৈঠকে ঘুমে ডুবে মন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি]

এই ঘটনায় সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে বৃদ্ধের উপরে ইচ্ছাকৃত ভাবে হামলা চালানোর অভিযোগ দায়ের হয়েছে। বিভাগীয় তদন্ত হবে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে। ওই সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৪২৭ ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে ভাইরাল ভিডিও দেখে নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। সকলেই মনে করছেন একজন বৃদ্ধের সঙ্গে এমন আচরণ কোনওভাবে মেনে নেওয়া যায় না। তার উপর অভিযুক্ত একজন পুলিশকর্মী তথা সাব-ইনস্পেক্টর হওয়ায় নিন্দার মাত্রা আরও বেড়েছে। এখনও পর্যন্ত অভিযুক্ত মহিলার প্রতিক্রিয়া মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ