Advertisement
Advertisement

Breaking News

মুম্বইয়ের নয়া মেয়র হলেন শিব সেনার বিশ্বনাথ মহাদেশ্বর

বুধবার বিজেপির কর্পোরেটররা শিব সেনার বিশ্বনাথের সমর্থনে ভোট দেন।

Vishwanath Mahadeshwar becomes 76th mayor of BMC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 8, 2017 10:45 am
  • Updated:March 8, 2017 10:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি আগেই ঘোষণা করেছিল যে দেশের সবচেয়ে ধনী পুরনিগম বৃহন্মুম্বইয়ের মেয়রের পদে প্রার্থী দেবে না। সেই কথাই রাখল তারা। বুধবার বৃহন্মুম্বই মহানগরপালিকার নয়া মেয়র নির্বাচিত হলেন শিব সেনার বিশ্বনাথ মহাদেশ্বর। বিএমসির ৭৬তম মেয়র হিসাবে শিব সেনার স্নেহাল অম্বেকরের স্থলাভিষিক্ত হলেন বিশ্বনাথ।

(আরও কমল সোনার দাম)

প্রসঙ্গত, এবারের পুরভোটে সিকি শতকের জোট ভেঙে আলাদা লড়াই করেছিল বিজেপি ও শিব সেনা। ভোটের ফলাফল ত্রিশঙ্কু হওয়ায় বিএমসির দখল কে নেবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। শিব সেনা ফের জোটে না যেতে অনড় ছিল। তখনই মাস্টারস্ট্রোক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, তাঁর সিদ্ধান্তেই মুম্বই পুরনিগমের মেয়র পদপ্রার্থী দেয়নি বিজেপি। সেই পদ প্রাক্তন শরিক শিব সেনাকেই ছেড়ে দেয় গেরুয়া শিবির। সেই নিয়েও মহারাষ্ট্র বিজেপির অন্দরমহলে ক্ষোভ তৈরি হয়েছিল। যদিও সে বিষয়ে প্রকাশ্যে কেউ কোনও রা কাড়েনি। বুধবার বিজেপির কর্পোরেটররা সেনার বিশ্বনাথের সমর্থনে ভোটাভুটি করেন। এই মুহূর্তে মহানগরপালিকায় ৮৮ জন প্রতিনিধ নিয়ে সংখ্যাগরিষ্ঠ শিব সেনা। সেখানে বিজেপির রয়েছে ৮৪ জন প্রতিনিধি। শেষ খবর পাওয়া অনুযায়ী, বিজেপির প্রতিনিধিরা বিশ্বনাথের পক্ষে ভোট দিয়েছেন। এখনও ভোটাভুটি পর্ব চলছে।

Advertisement

(বিনামূল্যে গ্যাস পেতেও এবার বাধ্যতামূলক আধার)

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ