সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানড়ের বিপর্যয় নিয়ে শুরু রাজনৈতিক তরজা। অমিত শাহ নিশানা করেছিলেন কেরলের বাম সরকারকে। এবার বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বিঁধলেন ওয়ানড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীকে। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে তেজস্বীর অভিযোগ, “এতদিন ওয়ানড়ের সাংসদ ছিলেন, একবারও তো ভূমিধস ইস্যু সংসদে তোলেননি!”
ওয়ানড়ে ভূমিধসে (Wayanad landslides) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম ১৮০-র বেশি। শতাধিক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল। মঙ্গলবার বিকালের দিকে নামানো হয়েছে নৌসেনা ও বায়ুসেনাকেও। অমিত শাহ বলছেন, কেন্দ্র রাজ্য সরকারকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত। কিন্তু কেরল সরকার গাফিলতি না করলে এত প্রাণহানি এড়ানো যেত।
বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য (Tejaswi Surya) এ প্রসঙ্গে সরাসরি বিঁধলেন ওয়ানড়ের প্রাক্তন সাংসদকে। সংসদে তাঁর প্রশ্ন, “রাহুল গান্ধী টানা ১৮০০ দিন ওয়ানড়ের সাংসদ ছিলেন। একবারও কেন ভুমিধস প্রসঙ্গ তোলেননি?” তেজস্বীর প্রশ্ন, “সেই ২০২০ সালেই ওয়ানড়ের ৪ হাজার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী। এখনও একটা পরিবারকেও সরানো হয়নি। অথচ ওয়ানড়ের সাংসদ সংসদে একবারও ইস্যুটা তুললেন না।”
উল্লেখ্য, ওয়ানড়ের বিপর্যয়ের পর রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ায় জন্য তাঁদের অবতরণে সমস্যা হত। তাই কংগ্রেসের দুই শীর্ষনেতাকে ওয়ানড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে সংসদেই এদিন ওয়ানড়বাসীর পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সাহায্য চেয়েছেন রাহুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.