ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: জোট পরিস্থিতিতে হাইকমান্ড যে পদক্ষেপ নিতে চাইছে তা নিয়ে বাংলায় এসে ধন্দ কাটিয়ে যাক এআইসিসি। দাবি করলেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। ফের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) চিঠি দিলেন তিনি।
সদ্য রাজ্যে কংগ্রেস পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন গুলাম আহমেদ মীর। তাঁর নাম করেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাঁর কথায়, “জোট হোক, না হোক, হলে যাদের সঙ্গেই হোক, তার আগে সার্বিক পরিস্থিতিতে এআইসিসির (AICC) অবস্থান কী, রাজ্যে এসে সেটা বুঝিয়ে যান নতুন পর্যবেক্ষক। তাতে প্রাথমিক প্রস্তুতি নিতে সুবিধা হবে দলের। না হলে ধন্দ তৈরি হচ্ছে কংগ্রেস কর্মীদের মধ্যে।”
প্রদীপবাবুর মতে, প্রদেশ নেতৃত্ব এবং কর্মীরা দোটানায় রয়েছেন। হাইকমান্ড কী করতে চাইছে বোঝা যাচ্ছে না। তাদের তরফে নেতৃত্বের কেউ এ নিয়ে প্রদেশের সঙ্গে আলোচনাও করছে না। এতে রাজ্যে দলের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ধন্দ তৈরি হচ্ছে। যার প্রভাব ভোটের প্রস্তুতিতে পড়তে বাধ্য। আসলে লোকসভায় দলের রণকৌশল নিয়ে প্রদেশ কংগ্রেসে প্রচুর ধন্দ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) নিজেও বিভ্রান্তি তৈরি করছেন। দিল্লিতে তিনি বলছেন হাইকম্যান্ড চাইলে তৃণমূলের সঙ্গে জোটে আপত্তি নেই। আবার বাংলায় এসে বলছেন, দল একা লড়তে তৈরি।
অন্যদিকে, ছাত্র পরিষদের প্রাক্তনিদের তরফে আবারও রাহুল গান্ধীকে (Rahul Gandhi) চিঠি লেখা হয়েছে ভারত ন্যায় যাত্রাকে কলকাতা ছুঁয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে। এমন অসংখ্য আবেদন বিভিন্ন প্রদেশ থেকে ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছে এআইসিসির কাছে। তাদের একজোট করে ৪ জানুয়ারি যাত্রার রুট ম্যাপ নিয়ে এআইসিসি বৈঠকে বসবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.