Advertisement
Advertisement

পরিবেশ রক্ষায় আরাধনা হোক মাটির মূর্তিতেই, আবেদন প্রধানমন্ত্রীর

২৩ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে আরাধনায় মাটির মূর্তি গড়ার উপরই জোর দিলেন তিনি৷

  we should stick to the old tradition of making clay idols, says PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 1:12 pm
  • Updated:August 28, 2016 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই গণেশ চতুর্থী৷ দেশের বৃহত্তম উৎসব দুর্গাপুজোও দুয়ারে কড়া নাড়ছে৷ এই অবস্থায় উদযাপনের পাশপাশি পরিবেশ রক্ষায় মনযোগী হলেন মোদি৷ ২৩ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে আরাধনায় মাটির মূর্তি গড়ার উপরই জোর দিলেন তিনি৷

উদযাপনে আনন্দ ও ধর্মীয় আবেগ যতই থাকুক না কেন, তার মাশুল গুণতে হয় পরিবেশকেই৷ বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি প্রতিমা আখেরে ক্ষতি করে পরিবেশেরই৷ আর তাই এই ক্ষতি রুখতে উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী নিজেই৷ মন কি বাত- থেকে তাঁর আহ্বান, মাটি দিয়েই বানানো হোক প্রতিমা৷ এটাই আমাদের ঐতিহ্য, তা ফেরানোরই পক্ষপাতী প্রধানমন্ত্রী৷ এদিন স্বচ্ছ ভারত অভিযানে যাঁরা এগিয়ে এসেছেন তাঁদেরও অভিনন্দন জানান তিনি৷

Advertisement

মোদির বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল ক্রীড়া৷ ওলিম্পিকে সফলদের অভিনন্দিত করার পাশপাশি মহিলাদের কৃতিত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি৷ সামনেই শিক্ষক দিবস৷ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকে স্মরণ করারা পাশপাশি তাঁর কথায় উঠে আসে পুল্লেলা গোপীচাঁদের নামও৷ ওলিম্পিকে রূপোজয়ী সিন্ধুর শিক্ষকেও এদিন সম্মান জানান তিনি৷ কিংবদন্তি ধ্যানচ্যাঁদকে স্মরণ করে ক্রীড়া ও দেশপ্রেমের মেলবন্ধনের কথাটিও মনে করিয়ে দেন তিনি৷ এদিন তাঁর কথায় ওঠে কাশ্মীর প্রসঙ্গও৷ কাশ্মীরে মানুষের মৃত্যুকে সামগ্রিকভাবে দেশের ক্ষতি বলে উল্লেখ করেন তিনি৷ কাশ্মীরে যাঁরা বিছিন্নতাবাদকে উসকানি দিচ্ছে তাঁদের নিজের কাছে জবাবদিহি করতে হবে বলেও এদিন জানান প্রধানমন্ত্রী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ