Advertisement
Advertisement
Rahul Gandhi

যত প্রয়োজন, তত সংরক্ষণ! ভোটপ্রচারে ৫০ শতাংশের সীমা ছাড়ানোর ঘোষণা রাহুলের

'৪০০ ভুলে যান, ১৫০ পার করতে পারবে না বিজেপি', দাবি রাহুলের।

We will give as much reservation as needed, says Rahul Gandhi
Published by: Amit Kumar Das
  • Posted:May 6, 2024 5:00 pm
  • Updated:May 6, 2024 6:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ক্ষমতায় এলে জাতি ভিত্তিক সংরক্ষণের ৫০ শতাংশ সংরক্ষণের কোটা তুলে দেবে কংগ্রেস (Congress)। দলিত, পিছিয়ে পড়া জনজাতি ও আদিবাসীরা যাতে সংরক্ষণের (Reservation) সুবিধা পান সেই লক্ষ্যে এই সুবিধা যতদূর বাড়ানো যায় বাড়ানো হবে,’ নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই ঘোষণা করলেন রাহুল গান্ধী (Reservation)। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন, গেরুয়া শিবিরের লক্ষ্য সংবিধান বদলে পিছিয়ে পড়া মানুষের জন্য সংরক্ষণের সুবিধা তুলে দেওয়া।

সোমবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাতলামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই সংবিধান হাতে নিয়ে তিনি বলেন, বিজেপি চাইছে দেশের সংবিধানকে শেষ করে দিতে। রাহুলের কথায়, “বিজেপি ও আরএসএসের লক্ষ্য সংবিধানকে ধ্বংস করা এবং সংরক্ষণ তুলে দেওয়া। অন্যদিকে, কংগ্রেস ও ইন্ডিয়া জোটের লক্ষ্য সংবিধানকে রক্ষা করা। এই সংবিধান আপনাদের জল, জঙ্গল ও জমির অধিকার দিয়েছে। নরেন্দ্র মোদি চান সেই অধিকার তুলে দিয়ে সব ক্ষমতা নিজের হাতে নিতে।”

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণের মিথ্যে মামলায় ৪ বছর জেলবন্দি! যুবককে মুক্তি দিয়ে তরুণীকেই হাজতে পাঠাল আদালত]

আক্রমণের ঝাঁজ বাড়িয়ে রাহুল বলেন, “বিজেপি ঘোষণা করেছে ওরা ক্ষমতায় এলে সংবিধানটাকেই বদলে দেবে। সেই জন্য ৪০০ পারের স্লোগান দিচ্ছে ওরা। কিন্তু ৪০০ ভুলে যান ১৫০ আসনও পাবে না বিজেপি। ওরা দাবি করেছে, ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেবে ওরা। এই মঞ্চ থেকে আমি আপনাদের ঘোষণা করছি, আমরা ক্ষমতায় এলে ৫০ শতাংশ সংরক্ষণের উর্ধ্বসীমা তুলে দেব। এবং গরিব, দলিত, আদিবাসীদের স্বার্থে সংরক্ষণের সীমা যতদূর বাড়ানো প্রয়োজন ততদূর বাড়াব।”

[আরও পড়ুন: ‘গুন্ডাদের উলটো ঝোলাব, খুলে যাবে বন্ধ কারখানা’, দিলীপ জিতলে কেমন হবে দুর্গাপুর? জানালেন শাহ]

প্রসঙ্গত, ২৪-এর লোকসভা নির্বাচনে সংরক্ষণের ইস্যুকে হাতিয়ার করে একে অপরের বিরুদ্ধে আক্রমণে নেমেছে শাসক ও বিরোধী দুই পক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ তুলেছেন, যে সব রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসে সেখানে জাতির ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিচ্ছে হাত শিবির। এক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলেছে বিজেপি। পালটা কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও আরএসএস চিরদিন সংরক্ষণের বিরোধী। তাই ওদের লক্ষ্য সংবিধান বদলে দিয়ে সংরক্ষণের সুবিধা তুলে দেওয়া। এই ইস্যুতেই এবার ক্ষমতায় এলে সংরক্ষণের ৫০ শতাংশের সীমা অতিক্রম করার প্রতিশ্রুতি রাহুলের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement