সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডভেঞ্চার স্পোর্টসের রোমাঞ্চকর অভিজ্ঞতার বদলে বড়সড় বিপত্তি গোয়ায়। প্যারাগ্লাইডিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে মৃত্যু হল দুজনের। তার মধ্যে একজন গাইড, তিনি নেপালি নাগরিক। এহেন অঘটনের পর জানা যাচ্ছে, যে সংস্থার তরফে তাঁরা প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন, তা অবৈধ। সংস্থার মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর গোয়ার এই দুর্ঘটনায় পর্যটক মহলে আতঙ্ক ছড়িয়েছে।
উত্তর গোয়া বেড়াতে গিয়েছিলেন পুণের ২৭ বছরের বাসিন্দা শিবান ডাবলে। রবিবার ভোর ৫টা নাগাদ কেরি ভিলেজে তিনি যান প্ল্যারাগ্লাইডিং করতে। সঙ্গে ছিলেন ইনস্ট্রাক্টর নেপালের বাসিন্দা সুমান নেপালি। মাটি থেকে ওড়ার কিছুক্ষণ পর তা যখন উঁচুতে ওঠে, সেসময়ই আচমকা দড়ি ছিঁড়ে সরাসরি নদীতে পড়ে যায়। দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়। চরম শোরগোল শুরু হয় এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য পর্যটকরা। অ্যাডভেঞ্চার স্পোর্টসের আনন্দ উপভোগ করতে যাঁরা আগ্রহী ছিলেন, তাঁরাও খানিকটা পিছু হঠেছেন।
এই ঘটনার পর তদন্তে নেমে ম্যানড্রেম পুলিশ জানতে পারে, শিবানী এমনই একটা সংস্থার আওতায় প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন, যাদের কোনও আইনি লাইসেন্স নেই। তিনি অবশ্য না জেনেই এমন ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। এরপরই ওই সংস্থার মালিক শেখর রায়দানের বিরুদ্ধে মানুষকে বিপদে ফেলার অভিযোগে মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, অনেকদিন ধরেই নাকি উত্তর গোয়ায় বৈধতা ছাড়া প্যারাগ্লাইডিং সংস্থাটি চলছিল। অ্যাডভেঞ্চার স্পোর্টসে এমন বিপত্তি নতুন নয়। আগেও সিকিম, কালিম্পংয়ে প্যারাগ্লাইডিংয়ে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিরাপত্তা সংক্রান্ত বহু পদক্ষেপও নেওয়া হয়েছে। এবার গোয়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নিরাপত্তা ব্যবস্থা এখনও নড়বড়েই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.