Advertisement
Advertisement
Live-in Partner

শ্রদ্ধা কাণ্ডের ছায়া! আলমারি থেকে উদ্ধার যুবতীর দেহ, নিখোঁজ লিভ ইন পার্টনার

মৃত যুবতীর বাবার সন্দেহ, লিভ ইন সঙ্গীই খুন করেছে তাঁর মেয়েকে।

Woman's body found in almirah in Delhi, case against live-in partner

প্রতীকী ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 6, 2024 10:04 am
  • Updated:April 6, 2024 10:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শ্রদ্ধা কাণ্ডের ছায়া রাজধানী দিল্লিতে। বাড়ির আলমারির ভিতর থেকে উদ্ধার হল এক যুবতীর দেহ। বিগত বেশ কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই যুবতীকে। মৃত যুবতীর বাবার সন্দেহ, লিভ ইন সঙ্গীই খুন করেছে তাঁর মেয়েকে। যুবতীর লিভ ইন সঙ্গীকে খোঁজার চেষ্টা করছে পুলিশ।

গত বুধবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ দিল্লি পুলিশের পিসিআরে ফোন আসে। এক ব্যক্তি জানান, কয়েকদিন ধরে তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো তাঁর মেয়েকে খুন করা হয়েছে। এর পরই পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে তাঁর মেয়ের ঠিকানা জোগাড় করে এবং সেই অনুযায়ী দ্বারকার রাজাপুরীর ওই ঠিকানায় পৌঁছয়। ঘরে তন্নতন্ন করে করে খুঁজেও যুবতীকে পাওয়া যায়নি। পরে পুলিশ আলমারি খুলতেই দেখতে পায়, ভিতরে ওই যুবতীর দেহ ভরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক টিম আনানো হয়েছে। বছর ছাব্বিশের ওই যুবতীকে কবে খুন করা হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ইডির পর NIA, এবার ভূপতিনগরে ‘আক্রান্ত’ কেন্দ্রীয় এজেন্সি]

মৃত যুবতীর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে লিভ ইন সঙ্গী বিপুল টেলর খুন করেছে। ওই যুবতী তাঁর বাবাকে শেষবার যখন ফোন করেছিল, তখন জানিয়েছিল, বিপুল কথায় কথায় মারধর করে তাঁকে। খুন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিল বাবার কাছে। এর পর থেকেই যুবতীর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁর পরিবারের সদস্যরা। বিগত দেড় মাস ধরে দ্বারকার ভাড়া বাড়িতে প্রেমিকের সঙ্গে লিভ ইনে থাকছিলেন ওই যুবতী। বিপুল টেলর নামক ওই যুবক সুরাটের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে দেশে সাড়া ফেলে দিয়েছিল শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড। ২৭ বছর বয়সি শ্রদ্ধাকে খুন করে তাঁর লিভ ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালা। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে এক মাস ধরে দিল্লির বিভিন্ন অংশে ফেলে এসেছিল আফতাব। মৃতদেহ রাখার জন্য ফ্রিজও কিনেছিল।

[আরও পড়ুন: কোভিডের চেয়েও ভয়ংকর হতে পারে বার্ড ফ্লু! মার্কিন স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বাড়ছে উদ্বেগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ