Advertisement
Advertisement

Breaking News

সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন মহিলারা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

৫৩ বছরের রীতিতে নিষেধাজ্ঞা৷

Women of all age groups will now be allowed in Sabarimala temple
Published by: Tanujit Das
  • Posted:September 28, 2018 11:25 am
  • Updated:September 28, 2018 12:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের সবরীমালা মন্দিরে মহিলাদের বাধা দেওয়ার রীতি অসাংবিধানিক৷ এই মন্দিরে ঢুকতে পারবেন সব বয়সের মহিলারা৷ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত৷ শুক্রবার রায়দান পর্বে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যেদেশে মহিলাদের দেবী রূপে পুজো করা হয়, সেই দেশে মহিলাদের জন্য এই নিয়ম কোনও মতেই মান্য হতে পারে না৷ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পুরুষ ও মহিলারা সমানাধিকার ভোগ করবেন৷ শীর্ষ আদালতের এই রায়ে ভঙ্গ হল ৫৩ বছরের রীতি৷

[ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় জঙ্গিরা, আরও জোরালো সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা]

Advertisement

সমকামিতা, পরকীয়া, আধারের ব্যবহার, নমাজের জন্য মসজিদ অপরিহার্য কিনা তা নিয়ে রায় দেওয়ার পর কেরলের সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আজ শুক্রবার রায় দিল সুপ্রিম কোর্ট। সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে বাধা তুলে দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় শীর্ষ আদালতে৷ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুক্রবার এই রায় দেয়৷ এই রায়কে স্বাগত জানিয়েছে কেরল সরকার৷ এই রায় যুগান্তকারী বলে জানিয়েছে তারা৷ এই রায় মহিলাদের উপর চলে আসা অত্যাচারের অবসান ঘটালো বলে জানিয়েছেন নারীর অধিকার নিয়ে লড়াই করা সমাজকর্মী তৃপ্তি দেশাই৷

Advertisement

[সার্জিক্যাল স্ট্রাইক: প্রকাশ্যে ভারতীয় সেনার পরাক্রমের নয়া ভিডিও]

যদিও এই রায়ে সহমত হতে পারেননি পাঁচ বিচাররপতির ডিভিশন বেঞ্চ৷ রায়কে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আরএফ নারিমান, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এএম খানউইলকর৷ তবে রায়ের সঙ্গে একমত হননি বিচারপতি ইন্দু মালহোত্রা৷ তাঁর মতে, এই রায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা৷ চলতি বছরের আগস্ট মাসে এই ব্যাপারে রায় স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ওই মন্দিরে মহিলাদের প্রার্থনা করার সাংবিধানিক অধিকার আছে। সংবিধানে মহিলা ও পুরুষের সমানাধিকার এবং ধর্মীয় আচরণে লিঙ্গবৈষম্য দূর করার কথাও বলা হয়েছিল। এরপর শুক্রবার ঐতিহাসিক রায় দিল শীর্ষ আদালত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ