Advertisement
Advertisement

কাশ্মীরে পর্যটক টানতে আসরে এবার সলমন খান!

শান্ত উপত্যকা পর্যটকদের অপেক্ষায়, মুম্বইতে জানিয়ে গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী৷

‘Would like to invite  Salman Khan for promoting tourism’: Mehbooba Mufti
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 18, 2017 8:14 am
  • Updated:March 18, 2017 8:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বর্গ এখন শান্ত৷ তাই নিশ্চিন্তে যাওয়া যেতে পারে তার শোভা দেখার জন্য৷ মুম্বইতে এসে এই আর্জি জানিয়ে গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ সেই সঙ্গে জানিয়ে গেলেন, একটি ইচ্ছের কথা৷ যা পূরণ করতে পারেন শুধুমাত্র বলিউডের ভাইজান সলমান খান৷

[চুমুর বহরে উঠে এল মহিলার ঠোঁটের মাংস, পলাতক যুবক]

Advertisement

মেহবুবার ইচ্ছে, সুযোগ যদি মেলে তাহলে ভাইজান সলমানই হোক ভূস্বর্গের পর্যটনের মুখ৷ তাঁর মাধ্যমেই জনমানসে ছড়িয়ে পড়ুক উপত্যকার সৌন্দর্যের কাহিনি৷ শুক্রবার মুম্বইয়ে জম্মু-কাশ্মীরের পর্যটনের প্রচারের উদ্দেশ্যেই এসেছিলেন মুফতি৷ যার জন্য একটি প্রচারমূলক ভিডিও তৈরি করেছেন অভিনেতা-পরিচালক ইমরান খান৷ নাম দিয়েছেন ‘সরগোশিয়ান’৷ সেই অনুষ্ঠানেই নিজের মনের কথা জানান উপত্যকার মুখ্যমন্ত্রী৷

[আগ্রায় জোড়া বিস্ফোরণ, ছড়াল আতঙ্ক]

গত বছর থেকেই ক্রমাগত জঙ্গি হামলা, বিক্ষোভের কারণে বারবার বিঘ্নিত হয়েছে জম্মু-কাশ্মীরের শান্তি৷ যাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে রাজ্যের পর্যটন৷ যার উপর নির্ভরশীল ভূস্বর্গের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা৷ এখন পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গিয়েছে৷ অনেকটা স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি৷ মুম্বই এসে সেই বার্তা দিলেন মুফতি৷ সেই সঙ্গে যেন পরোক্ষে বলিউডের সুলতানকে আমন্ত্রণ জানিয়ে গেলেন উপত্যকার পর্যটনে মুখ হওয়ার জন্য৷ বাকিটা অবশ্য নির্ভর করবে দুই পক্ষের মতামতের উপর৷

[ঘুষ না দিতে পারায় মেলেনি হুইলচেয়ার, হাসপাতালে হেনস্তা রোগীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement