Advertisement
Advertisement

উপত্যকায় ফের জঙ্গিদের টার্গেট যুবক, অপহৃতের খোঁজে জারি তল্লাশি

ঘটনার ২৪ ঘণ্টা আগেই অপহৃত দুজনের দেহ উদ্ধার করা হয়৷

Youth abducted by terrorists in JK
Published by: Sayani Sen
  • Posted:November 18, 2018 4:31 pm
  • Updated:November 18, 2018 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই অপহৃত কিশোরের মৃত্যুর পর থেকে থমথমে জম্মু-কাশ্মীরের সোপিয়ান৷ আবারও একই ঘটনার ছায়া৷ ওই এলাকা থেকে আবারও নিখোঁজ এক যুবক৷ রবিবার সকাল থেকেই নিখোঁজ হয়ে যান তিনি৷ নিখোঁজ যুবকের নাম সুহেল আহমেদ গানাই৷ এলাকায় সে রুটি বিক্রি করত৷ পরিজনদের দাবি, বেশ কয়েকজন জঙ্গি বাড়ি থেকেই অপহরণ করে নিয়ে যায় তাঁকে৷ তড়িঘড়ি জম্মু-কাশ্মীর পুলিশের কাছে খবর যায়৷ ওই যুবকের খোঁজে গোটা এলাকায় তল্লাশি অভিযান জারি রেখেছেন তদন্তকারীরা৷

[উপত্যকায় ভারতীয় সেনার সাফল্য, এনকাউন্টারে খতম ২ জঙ্গি]

এই ঘটনার ঠিক চব্বিশ ঘণ্টা আগেই এক কিশোরকে অপহরণ করে জঙ্গিরা৷ সন্ধের দিকে তার গলার নলিকাটা দেহ উদ্ধার করা হয়৷ ভারতীয় সেনার চর হিসাবে কাজ করায় হাফিজ আসরাফ নামে আরও একজনকে অপহরণ করে জঙ্গিরা৷ তারও গলার নলিকাটা দেহ উদ্ধার করা হয়৷ হাফিজের খুনের একটি ভিডিও প্রকাশ করে জঙ্গিরা৷ ওই ভিডিওতে দেখা যায়, নৃশংস অত্যাচারের পরেই খুন করা হয়েছে তাঁকে৷ এই ভিডিও নিয়ে আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷

[ফের রক্তাক্ত উপত্যকা, কাশ্মীরে অপহরণের পর কিশোরকে খুন হিজবুলের]

যুবসমাজকে বারবারই টার্গেট করেছে জঙ্গিরা৷ এক সময় হুমকি দিয়ে তাদের জঙ্গি দলে নাম লেখানো হত৷ তবে এখন একের পর এক বাড়ি থেকে যুবক বা কিশোরদের অপহরণ করা হচ্ছে৷ হাফিজদের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ আতঙ্ক দানা বেঁধেছে সদ্য নিখোঁজ যুবকের পরিজনদের মনেও৷ এই পরিস্থিতির জেরে এলাকায় জারি রয়েছে কড়া সতর্কতা৷ সোপিয়ানে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সেনা এবং সিআরপিএফের যৌথবাহিনী৷ সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় সেনা ও সিআরপিএফ জওয়ানরা৷ এনকাউন্টারে নিকেশ হয় দুই জঙ্গি৷ তারা আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য বলেই সেনা সূত্রে খবর৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ