Advertisement
Advertisement
IND vs SA

IND vs SA: ‘সাই ১৫ বছর ভারতের জার্সিতে খেলবে!’, বড় মন্তব্য করে দিলেন প্রাক্তন পেসার

খুব দ্রুত সবার নজরে চলে এলেন সাই সুদর্শন।

IND vs SA: Sai Sudharsan can serve Indian team for next 15 years, says Irfan Pathan। Sangbad Pratidin

অভিষেক ম্যাচেই ব্যাট হাতে নজর কাড়লেন সাই। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 18, 2023 4:30 pm
  • Updated:December 18, 2023 4:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে মাত্র একটি ওডিআই ম্যাচ। আর অভিষেক ম্যাচে পারফর্ম করে সবার নজর কেড়েছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। হবে নাই বা কেন, দক্ষিণ আফ্রিকার (South Africa) পেস ও বাউন্সে ভরা বাইশ গজে তাদের বিরুদ্ধেই অপরাজিত অর্ধশতরান। শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ২২ বছর বয়সি বাঁহাতি ব্যাটার। ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। তাঁর মারকুটে ইনিংস ৯টি চার দিয়ে সাজানো ছিল। এমন একটা ইনিংস দেখার সাইকে লম্বা রেসের ঘোড়া বলে দেন ইরফান পাঠান (Irfan Pathan)।

ম্যাচের শেষে ভারতের প্রাক্তন পেসার বলেন, “দক্ষিণ আফ্রিকার পিচে এত সহজে, এত খোলা মনে কেউ যদি ব্যাট করে তাহলে বুঝতে হবে তাঁর মধ্যে আলাদা ব্যাপার রয়েছে। সাই হল তেমন স্তরের ব্যাটার। মাথা ঠিক রাখতে পারলে ছেলেটা কমপক্ষে ১০-১৫ বছর ভারতের হয়ে খেলে দেবে। অনেকে হয়তো বলবে বড্ড তাড়াতাড়ি মন্তব্য করে ফেলেছি। তবে স্বীকার করতে দ্বিধা নেই যে, আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম বলেই চার মারা সহজ নয়।”

Advertisement

[আরও পড়ুন: বাঁহাতি পেসার চাইছে গম্ভীরের কেকেআর, দিল্লি ক্যাপিটালসের শুরুতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ঋষভ পন্থ?]

লক্ষ্য মাত্র ১১৬ রান হলেও, সাই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সবার নজরে চলে এসেছেন। ফ্রন্ট ফুট ও ব্যাক ফুটে সমানভাবে স্বচ্ছন্দ্য দেখিয়েছে তাঁকে। পেস ও স্পিন, সমান দক্ষতার সঙ্গে খেলেছেন। এমন ব্যাটিং দেখার পর ইরফান ফের যোগ করেছেন, “সাইয়ের ফুটওয়ার্ক দেখার মতো। যেভাবে ফ্রন্টফুট ও ব্যাকফুটে সাই খেলেছে সেটা চোখের শান্তি।”

Advertisement

একইসঙ্গে প্রোটিয়াদের বিরুদ্ধে অর্ধশতরান করে একটি বিশেষ নজিরও গড়লেন ২২ বছরের সাই। তিনি হলেন ভারতের চতুর্থ ওপেনার যিনি একদিনের অভিষেক ম্যাচেই ৫০-এর বেশি রান করলেন। এই তালিকায় এর আগে রবিন উথাপ্পা ( ২০০৬ সালে ৮৬ বনাম ইংল্যান্ড), কেএল রাহুল (২০১৬ সালে অপরাজিত ১০০ বনাম জিম্বাবোয়ে), ফয়েজ ফজল (২০১৬ সালে অপরাজিত ৫৫ বনাম জিম্বাবোয়ে)। এবার সেই তালিকায় উঠে গেল সাই-য়ের নাম।

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে পারফর্ম করে সকলের নজর আসেন। আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আটটি চার ও ছয়টি ছক্কায় ৪৭ বলে ৯৬ রানের ইনিংসে শিরোনাম কেড়ে নেন তিনি। আইপিএলের পাশাপাশি ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৩১টি লিস্ট এ ম্যাচেও দুরন্ত পারফর্ম করেছেন। ৮৪৩ রানের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৪২.১৫ এবং লিস্ট এ ক্রিকেটে ১৩২৪ রান করেছেন। গড় ৬৩.০৪। এর সুবাদেই চলতি দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার তাঁকে ভারতের ওয়ান ডে দলে ডেকে নেওয়া হয়। এবং ওপেন করতে নেমে তিনি একেবারেই হতাশ করেননি। আর এই তরুণকে দরাজ সার্টিফিকেট দিলেন সাই।

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ভারত-পাকিস্তান মহারণ কবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ