Advertisement
Advertisement

নেই বৈধ পাসপোর্ট-ভিসা, শহরে ধৃত ১০ নাইজেরীয়

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

10 Nigerians arrested for not having valid passport and visa

ছবিটি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 7, 2017 2:03 pm
  • Updated:January 7, 2017 2:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈধ পাসপোর্ট নেই, নেই ভিসাও। তা সত্ত্বেও বহাল তবিয়তে এ শহরে বাস করছিল ১০ জন নাইজেরীয়। গোপন সূত্র খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ।

পূর্ব যাদবপুর থানার অন্তর্গত ৯৪ অহল্লা নগরে পুলিশ ও এসসিও-র আইএমএস বিভাগের আধিকারিকরা তল্লাশি চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দশজন নাইজেরীয়কে। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই বেআইনিভাবে সেখানে বাস করছিল তারা। নিয়ম ভেঙে এ দেশে থাকার কারণে ২০০৪ ফরেনার্স আইনের ১৪এ(বি) নম্বর ধারা অনুযায়ী, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা কোন উদ্দেশ্যে বিনা বৈধ পাসপোর্ট ও ভিসায় দিনের পর দিন কলকাতায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ