Advertisement
Advertisement
Madhyamik Exam 2025

মাধ্যমিক শেষে দিনই ঘোষিত ২০২৫-এর পরীক্ষার নির্ঘণ্ট, শুরু ১৪ ফেব্রুয়ারি

একনজরে দেখে নিন কবে কোন পরীক্ষা।

2025 Madhyamik exam schedule announced | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 13, 2024 2:46 pm
  • Updated:February 13, 2024 4:55 pm

স্টাফ রিপোর্টার: কিউআর কোডের ফাঁদ ও অসাধু উপায় অবলম্বনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’- এই দুইয়ের বলেই মাধ্যমিক পরীক্ষায় এসেছে সাফল্য। এবং জামতাড়ার ধাঁচে ‘মাধ্যমিকের প্রশ্নফাঁসে’র নেপথ্যে থাকা গ্যাংকে রোখা গিয়েছে বলে মতো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তিনি জানান, এ বছরের মাধ্যমিক পরীক্ষায় ৩৬ জনের পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিকাশ ভবনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি মাধ্যমিকের প্রশ্নপত্রে ‘কিউআর কোড’ ব্যবহারে সাফল্য তুলে ধরার পাশাপাশি আগামী বছর তথা ২০২৫ সালের মাধ্যমিকের (Madhyamik Exam 2025) সূচি ঘোষণা করেন। বলেন, “মুখ্যমন্ত্রীর অনুমত্যানুসারে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এবং ২৪ ফেব্রুয়ারি শেষ হবে।” আগামী বছরের মাধ্যমিকের আগে থেকেই পড়ুয়া ও অভিভাবকদের সচেতন করার উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা, “সব অসাধু চক্রের পাতা ফাঁদে পা দেবেন না। মন দিয়ে প্রস্তুতি নিন। প্রশ্ন পড়ুয়াবান্ধবই হবে। আপনাদের পরীক্ষা দারুণ হবে।”

Advertisement

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

তবে, আগামী বছরের মাধ্যমিক শুরুর নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, ১৪ ফেব্রুয়ারি দিনটিতে সবেবরাত উপলক্ষে রাজ্য সরকারের ছুটি থাকার কথা। সেক্ষেত্রে এই সূচি বদলের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলি।

Advertisement

একনজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের ঘোষিত মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট।
১৪ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
১৫ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
১৭ ফেব্রুয়ারি- ইতিহাস
১৮ ফেব্রুয়ারি- ভূগোল
১৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান
২০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান
২২ ফেব্রুয়ারি- গণিত
২৪ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়

[আরও পড়ুন: বিলেতে আমন্ত্রিত মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়ে যাওয়ার সিদ্ধান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ