১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

৩ বছর নয়, স্নাতক ডিগ্রি মিলবে ৪ বছরে, জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর

Published by: Paramita Paul |    Posted: May 31, 2023 12:24 pm|    Updated: May 31, 2023 2:09 pm

4 years UG level programme introduced in WB | Sangbad Pratidin

দিপালী সেন: আর তিন বছর নয়। কলেজে ৪ বছর পড়ার পরই মিলবে স্নাতক ডিগ্রি। জানিয়ে দিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। অর্থাৎ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ-সহ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে এই নীতি চালুতে সিলমোহর দিল ব্রাত্য বসুর দপ্তর। পাশাপাশি, পড়ুয়াদের কথা মাথায় রেখে এ বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভরতি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। 

ব্রাত্য বসুর দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে  জানানো হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে  ৪ বছরের স্নাতক কোর্স চালু করা হচ্ছে। জাতীয় স্তরে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়েন সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “রাজ্য কেন্দ্রীয় শিক্ষানীতি মানেনি। বরং রাজ্যে সম্পূর্ণ পৃথক শিক্ষানীতি তৈরি করেছে। বিভিন্ন ব্যবস্থা থেকে ভালদিকগুলি নেওয়া হয়েছে।”

[আরও পড়ুন: কুড়মি সমস্যা মেটাতে তৃণমূলের পঞ্চবাণ, অভিষেকের নির্দেশে পুরুলিয়ায় পথে নামছে শাসকদল]

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবার রাজ্যের সমস্ত কলেজে কেন্দ্রীয়ভাবে ভরতি করা হবে। কিন্তু সেই ওয়েবসাইটের ফ্রেমিং হয়েছিল তিনবছরের স্নাতক কোর্স অনুযায়ী। ফলে সেই ওয়েবসাইটের মাধ্যমে ভরতি প্রক্রিয়া চালালে পড়ুয়াদের মধ্যে ধন্দ তৈরি হবে। বিভ্রান্ত হতে পারে পড়ুয়ারা। তাই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভরতি প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হল বলে জানিয়ে দিয়েছে দপ্তর। 

প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতকে চারবছরের পাঠক্রম চালু হয়ে যাওয়ার কথা। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এই পদ্ধতি কার্যকর করার আগে রাজ্য সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায়। চার বছরের স্নাতক কোর্স নিয়ে উপাচার্যদের কমিটি গঠন করা হবে। সেই কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে ৪ বছরের স্নাতক কোর্স চালুর পরামর্শ দিয়েছে। সেই মতো চালু হচ্ছে। এই কোর্স। 

[আরও পড়ুন: কুড়মি সমস্যা মেটাতে তৃণমূলের পঞ্চবাণ, অভিষেকের নির্দেশে পুরুলিয়ায় পথে নামছে শাসকদল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে