Advertisement
Advertisement

Breaking News

শহরে ফের সোয়াইন ফ্লু’র থাবা, মৃত্যু ১০ মাসের শিশুর

পার্ক সার্কাসের এক নার্সিংহোমে ভরতি ছিল শিশুটি৷

A child dies in Swine Flu
Published by: Sayani Sen
  • Posted:January 24, 2019 8:14 pm
  • Updated:January 24, 2019 8:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের সোয়াইন ফ্লু-র থাবা৷ এই রোগে আক্রান্ত হয়ে পার্ক সার্কাসের এক নার্সিংহোমে মৃত্যু হয় মাসদশেকের শিশুটির৷ তার  ডেথ সার্টিফিকেটে সোয়াইন ফ্লু-র কথা উল্লেখ করেছেন চিকিৎসকেরা৷

গত ২১ জানুয়ারি পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয় ওই শিশুটি৷ চিকিৎসকদের দাবি, নার্সিংহোমে ভরতির সময় প্রচণ্ড জ্বর ছিল তার৷ এছাড়াও শ্বাসকষ্টে ভুগছিল সে৷ তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা৷ রক্ত পরীক্ষা করা হয় শিশুটির৷ তার রক্তে এইচওয়ানএনওয়ান ভাইরাস মেলে৷ সেই অনুযায়ী চিকিৎসাও শুরু হয়৷ তবে শিশুটি সেভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছিল না৷ ২২ জানুয়ারি ভেন্টিলেশনে রাখা হয় শিশুটিকে৷ ২৩ জানুয়ারি শারীরিক অবস্থার আরও অবনতি হয় তার৷ বৃহস্পতিবার দুপুরের দিকে মৃত্যু হয় মাসদশেকের ওই শিশুর৷ ২০১৯ সালে এই প্রথমবার সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে মৃত্যু হল তার৷ এর আগে গত সেপ্টেম্বরে  হুগলির গোঘাটের বাসিন্দা এক মহিলা বেলেঘাটা আইডি হাসপাতালে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে মারা যান৷ ২০১৮ সালে সব মিলিয়ে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অন্তত ১৮ জন৷ 

Advertisement

[কীর্তনীয়াদের কাছে টানার চেষ্টা! খোল করতালে ‘কৃষ্ণনাম’ কৈলাসের]

চিকিৎসকদের দাবি, গ্রীষ্মের পর বর্ষার শুরুতেই সাধারণত সোয়াইন ফ্লু-র প্রকোপ লক্ষ্য করা যায়৷ তবে এই বছর শীত রাজ্য থেকে বিদায় নিতে না নিতেই ভয়াবহ রোগের প্রকোপ দেখা দিয়েছে৷ আচমকা এমন সময়ে রাজ্যে সোয়াইন ফ্লু-র থাবায় চিন্তিত চিকিৎসকরা৷ ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো সোয়াইন ফ্লু হয়তো তার চরিত্র বদল করছে বলেও দাবি চিকিৎসকদের একাংশের৷ কোনও কোনও চিকিৎসকের দাবি, সাধারণত সোয়াইন ফ্লু-র ভাইরাস রোগীর শরীরে ব্যাপক প্রভাব ফেলে৷ এই রোগের লক্ষণ ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে এক হওয়ায় অনেক সময়ই তা চিহ্নিত করতে সমস্যা তৈরি হয়৷ সোয়াইন ফ্লু-র রিপোর্ট হাতে পেতেও অনেক সময় লেগে যায় বলেই দাবি চিকিৎসকদের৷ হাসপাতালে ভরতি হওয়ার সময়ই রোগীদের অবস্থা সংকটজনকই থাকে৷ তাই বেশীরভাগ ক্ষেত্রেই রোগীদের প্রাণহানি ঘটে৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ