BREAKING NEWS

১৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  সোমবার ২৯ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

খাওয়ানোর সময় বিপত্তি, নিউটাউনের মিনি চিড়িয়াখানায় হরিণের শিংয়ের গুঁতোয় জখম কর্মী

Published by: Tiyasha Sarkar |    Posted: May 26, 2023 10:18 am|    Updated: May 26, 2023 10:18 am

A employee of Harinalaya Deer Park was gored by a deer | Sangbad Pratidin

ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউটাউনের ইকো পার্ক লাগোয়া ‘মিনি চিড়িয়াখানায়’ হরিণের সিংয়ের গুঁতোয় গুরুতর জখম কর্মী।  জখম ওই কর্মচারী, প্রসাদ বর্মণের (৪২) অস্ত্রোপচার হয়েছে ভিআইপি রোড সংলগ্ন তেঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছে প্রসাদবাবু।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছিল নিউটাউনের ওই মিনি চিড়িয়াখানার। উদ্বোধন করেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই ঘটনার সাড়ে তিন মাসের মধ্যে ভয়ংকর ঘটনা ঘটল মিনি চিড়িয়াখানায়। হরিণকে খাওয়াতে গিয়ে মারাত্মক জখম হলেন এক কর্মী। নাম প্রসাদ বর্মন। তাঁর পেটে সিং ঢুকিয়ে দেয় একটি হরিণ। সঙ্গে সঙ্গেই ওই কর্মীকে তেঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে ওই কর্মীর অস্ত্রোপাচার হয়েছে। আপাতত স্থিতিশীল ওই কর্মী। তবে এ ব্যাপারে মুখ খুলতে চাননি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: জামাইষষ্ঠীর প্রসাদ নিয়ে জেলে জীবনকৃষ্ণের স্ত্রী, খাওয়ানোর অনুমতি দিল না কর্তৃপক্ষ]

হিডকোর দেওয়া জমিতে ২০১৬ সালে নিউটাউনের ইকো পার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে এই হরিণালয় গড়ে তোলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।  পরে ইকো পার্ক ঘুরতে আসা দর্শকদের একঘেয়েমি কাটাতে মিনি চিড়িয়াখানা উদ্যোগ নেন কর্তৃপক্ষ। সেই মতো একে একে বিভিন্ন ধরনের পাখি, কুমির এবং একাধিক প্রজাতির হরিণ, হিপোপটেমাস, জেব্রা, জিরাফ এসেছে পার্কে। আগামীতে রয়েল বেঙ্গল টাইগার, লেপাট, সিংহ ইত্যাদি প্রাণী সেখানে আসছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে