Advertisement
Advertisement

Breaking News

ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নাবালিকার মাকে জেরা করছে বেলেঘাটা থানার পুলিশ৷

A girl found hanging in Beleghata

নাবালিকার মাকে জেরা করছে বেলেঘাটা থানার পুলিশ৷

Published by: Sayani Sen
  • Posted:March 9, 2019 5:34 pm
  • Updated:March 9, 2019 5:34 pm

অর্ণব আইচ: খাস কলকাতায় নাবালিকার রহস্যমৃত্যু৷ শনিবার সকালে সিআইটি বিল্ডিংয়ের কাছে একটি বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার দেহ৷ মৃত ছাত্রীর মায়ের দাবি, গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে৷ যদিও তার বাবা এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন৷ বাবা-মায়ের দাবি এবং পালটা দাবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ বেলেঘাটা থানার পুলিশ ওই নাবালিকার মাকে জেরা করছে৷

[মুকুল দর্শনেই পালটেছে মন! দলীয় বৈঠকে গড়হাজির সব্যসাচী]

বাবা এবং মায়ের সঙ্গে সিআইটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে থাকত পিউ বিশ্বাস৷ বছর সতেরোর ওই নাবালিকা চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷ তাঁর মা এই ফ্ল্যাটে কেয়ারটেকারের কাজ করেন৷ তাঁর দাবি, শুক্রবার রাতে নির্দিষ্ট সময়ে খাওয়াদাওয়ার পর পাশের ঘরে ঘুমোতে গিয়েছিল পিউ৷ শনিবার বেলা গড়ালেও তাকে ডেকে সাড়া পাচ্ছিলেন না৷ বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরের ভিতর ঢোকেন নাবালিকার মা এবং তাঁর প্রতিবেশীরা৷ ঘরে ঢুকে চমকে যান তিনি৷ দেখেন সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে পিউ৷ প্রতিবেশীদের মাধ্যমে খবর যায় বেলেঘাটা থানার পুলিশের কাছে৷ পুলিশ আসার আগে পিউকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন৷ এরপর পুলিশ পিউয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ নাবালিকার দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, আত্মহত্যাই করেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷

Advertisement

[টালা ব্রিজে আটক ১০০০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেপ্তার দুই]

মৃতার মায়ের দাবি, আত্মহত্যা করেছে পিউ৷ যদিও তার বাবা আত্মহত্যার দাবি মানতে নারাজ৷ এই ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিল ওই ছাত্রী, সেই কারণ খুঁজছেন তদন্তকারীরা৷ কেনই বা নাবালিকার বাবা আত্মহত্যার তত্ত্ব খারিজ করে দিচ্ছেন, মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের ভিড়৷ উত্তরের খোঁজে পুলিশ ওই নাবালিকার মাকে জেরা করছে৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ