Advertisement
Advertisement

Breaking News

টাকা ছড়িয়ে বাংলার মাটি গেরুয়া করা যাবে না, বিজেপিকে তোপ অভিষেকের

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে তৃণমূল।

Money can’t saffronise West Bengal: Abhishek Banerjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2018 4:44 pm
  • Updated:June 6, 2018 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পেট্রল-ডিজেলে, এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, বুধবার পথে নামে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় হাজরা মোড় পর্যন্ত৷ টানা ছয় কিলোমিটার পথ মিছিলে হাঁটার পর এবার এদিন হাজরা মোড় থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ বলেন, ‘‘টাকা ছড়িয়ে বাংলার মাটি গেরুয়া করা যাবে না৷ বাংলার মাটি পবিত্র মাটি৷ এখানে ধর্মের নামে রাজনীতি করলে মানুষ ঠিক তার উপযুক্ত জবাব দিয়ে দেবে৷’’

[শহরে এক গোয়েন্দাকর্তার বাড়িতে অভিযান পুলিশের, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও সোনা]

অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘সিবিআই, ইডির ভয় দেখিয়ে কিছু হবে না৷ তৃণমূল মানুষের রাজনীতি করে, বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে৷ ধর্মের ভিত্তিতে বিজেপি যদি ১০টি ভোট কাটে, তাহলে হাজার ভোট কীভাবে কৌশলে কাটতে হয় তৃণমূল জানে৷’’ আগামী লোকসভা নির্বাচনে এরাজ্যের ৪২টি আসনের মধ্য সবক’টি তৃণমূল পেয়ে ২০১৯ সালে মোদি ফিনিশ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি৷ এদিন তিনি আরও বলেন, ‘‘বাম-কংগ্রেস এখন অচল কয়েন৷ আগামী ২০১৯-এর বিজেপিকে মানুষ ছুড়ে ফেল দেবে৷ কারণ, যে হারে জিনিসের দাম বেড়েছে, যে হারে মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে, তাতে মানুষ বুঝেছে আচ্ছে দিন কোথায় গিয়েছে৷’’

Advertisement

[ধর্মকথা শুনে গাঁজার ছিলিমে টান, ভিনরাজ্যের যুবকের সর্বস্ব লুঠ ‘ঘাট গ্যাং’-এর]

কেন্দ্রীয় নীতির সমালোচনার পর এদিন পুরুলিয়ায় দুই বিজেপি কর্মী খুনের প্রসঙ্গও তোলেন তিনি৷ এদিন অভিষেক জানান, পুরুলিয়ায় যে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটিকে পাঁচজনের চিকিৎসকের দল ময়নাতদন্ত করে আত্মহত্যা বলে উল্লেখ করছেন৷ তারপরেও বিজেপি সুপরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপাচ্ছে৷ আসলে রাজ্যের যেখানে যা হচ্ছে, তার সঙ্গে শাসকদলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ