Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

Presidential Poll: ‘BJP’র ক’জন বিধায়ক আছে নিজেরাও জানে না’, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে কটাক্ষ অভিষেকের

তৃণমূলের দাবি, তাদের পক্ষে ৯ জন বিজেপি বিধায়ক ক্রস ভোট দিয়েছেন।

Abhishek Banerjee takes jibe at BJP over Presidential polls | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 18, 2022 3:04 pm
  • Updated:July 18, 2022 6:13 pm

কৃষ্ণকুমার দাস এবং ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) ভোট দিতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকালেই গেরুয়া শিবিরের ‘রিসর্ট’ রাজনীতি নিয়ে টুইটারে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভায় দাঁড়িয়ে তাঁর কটাক্ষ, ”ক’জন বিধায়ক বিজেপিতে রয়েছে, তা ওরা নিজেরাই জানে না। বিজেপিশাসিত রাজ্যে তো আমাদেরও বিধায়ক রয়েছে, কোথায় তাঁদের তো হোটেলবন্দি করে রাখতে হচ্ছে না। নিজেদের পাপের ফল ভুগছে বিজেপি।”

তৃণমূলের (TMC) অভিযোগ, বিধায়কদের ‘ক্রস ভোটিং’ আটকাতে তাঁদের রিসর্টে আটকে রেখেছিল বিজেপি। এমনকী, বিজেপি (BJP) বিধায়কদের ফোন নিজের হেফাজতে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়ার পর বিধানসভায় দাঁড়িয়েও তোপ দাগলেন অভিষেক।

Advertisement
Abhishek Banerjee
বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: প্রেম-বিয়ের পথে বাধা পরিবার, অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুগল]

তৃণমূল সাংসদের (TMC MP) কটাক্ষ, “আজকে এত ভয়, তৃণমূল থেকে বাঁচাতে বিধায়কদের পাঁচতারা হোটেলে বন্দি করে রাখতে হয়েছে। বিজেপি, এনডিএ-শাসিত রাজ্যেও তো আমাদের বিধায়ক রয়েছে, ১০-১২ জন বিধায়ক রয়েছেন, তাঁদের তো আটকে রাখিনি। কারণ তাঁরা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে মানুষ রয়েছে। জনসমর্থন রয়েছে তাঁর। তাই বিজেপির এত ভয়। ইডি, সিবিআই লাগিয়েও ভয় দেখাতে পারছে না। তাই গায়ের জোরে বিধায়কদের আটকে রাখছে।” রিসর্ট রাজনীতি নিয়ে তৃণমূল সাংসদের খোঁচা, “বাংলায় ওঁরাই রিসর্ট পলিটিক্স এনেছে। এই রাজনীতির ভুক্তভোগী হচ্ছে ওরাই। এটা সারা দেশ দেখছে।”

Advertisement
TMC MP
বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির ঘরভাঙার ইঙ্গিত দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”ওদের কতজন বিধায়ক রয়েছে, নিজেরাও জানে না। কেউ বলছেন ৭০, কেউ বলছেন ৬০, কেউ বলছেন ৬৯ , কেউ বলছেন ৬৫। মানুষও ওদের সঙ্গে নেই। ওদের বিধায়করাও ওদের সঙ্গে নেই। ভোটের ফল বের হোক, দেখতে পাবেন।” যদিও ‘ক্রস ভোটিং’ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পালটা দাবি, “তৃণমূলের ২ সাংসদ বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট দিয়েছেন।” এদিকে তৃণমূলের দাবি, তাদের পক্ষে ৯ জন বিজেপি বিধায়ক ক্রস ভোট দিয়েছেন। 

[আরও পড়ুন: প্রেম-বিয়ের পথে বাধা পরিবার, অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুগল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ