স্টাফ রিপোর্টার: ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৈঠক বসতে চলেছে শনিবার। থাকবেন স্ক্রুটিনি কমিটির অন্যতন সদস্য তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৬ মার্চ তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে স্কুটিনি কমিটির প্রথম বৈঠক হয়। জেলা সভাপতিরাও সেদিন উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই ঠিক হয় শনিবার দ্বিতীয় বৈঠকটি হবে ভারচুয়ালি। এদিনের বৈঠকে স্ক্রুটিনি কমিটির সদস্য ও জেলা সভাপতিরা ছাড়াও দলের রাজ্য কমিটির সদস্যবৃন্দ, সব সাংসদ, বিধায়ক, সব পুরনিগমের কাউন্সিলর, পুরসভাগুলির চেয়ারম্যান, এবং সব জেলা পরিষদের সভাধিপতিরাও উপস্থিত থাকবেন।
বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার এই ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ থেকে এই ইস্যুতেই গোটা দলকে ময়দানে নামিয়ে কার্যত ছাব্বিশের লড়াইয়ের প্রস্তুতি ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী। মহারাষ্ট্র, দিল্লির ভোটে যেভাবে জিতেছে বিজেপি, সেই সূত্রেই ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুটি সামনে আসে এবং এ বিষয়ে খবর নিতে দলকে সতর্ক করে দেন মমতা।
ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য স্ক্রুটিনি কমিটিও গড়ে দেন তিনি। তারপরই দিল্লি ও কলকাতায় নির্বাচন কমিশনের উপর চাপ তৈরির পাশাপাশি দলীয় স্তরেও এই নিয়ে তৎপরতা তুঙ্গে ওঠে তৃণমূলে। সেই সূত্রেই স্কুটিনি নিয়ে একগুচ্ছ নির্দেশ আগের বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন রাজ্য সভাপতি। তারপর শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কী বলেন এবং আরও কী নির্দেশ দেন, সবার নজর সেদিকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.