Advertisement
Advertisement

Breaking News

সেলিমপুরে এবিভিপির মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র গোটা এলাকা

পুলিশের বাধা পেয়ে পিছু হটলেন এবিভিপি সদস্যরা৷

ABVP stages protest against JU incident, protesters stopped in Selimpur
Published by: Tanujit Das
  • Posted:September 23, 2019 3:07 pm
  • Updated:September 23, 2019 4:26 pm

মণিশংকর চৌধুরি: যাদবপুর কাণ্ডের প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি) সদস্যদের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র সেলিমপুর৷ সেখানেই প্রথমে এবিভিপি সদস্যদের মিছিল আটকায় পুলিশ৷ গেরুয়া শিবিরের সদস্যের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ আধিকারিকদের৷ গার্ডরেল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবিভিপি’র সদস্যরা৷ পুলিশকে লক্ষ্য করে ইট, লাঠি ছোঁড়ার অভিযোগ উঠেছে এবিভিপি কর্মীদের বিরুদ্ধে৷ অন্যদিকে ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন পুলিশ আধিকারিকরা৷

[ আরও পড়ুন: অযথা ভয় নয়, এখানে এনআরসি হতে দেব না’, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর ]

Advertisement

জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে এদিন গোলপার্ক থেকে শুরু হয় এবিভিপির মিছিল৷ মিছিলকে আটকাতে আগে থেকেই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখে পুলিশ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, যোধপুর পার্ক ও ঢাকুরিয়া সংলগ্ন রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়৷ ব্যবস্থা করা হয় ব্যারিকেড, গার্ডরেল, কাঁদানে গ্যাস ও জল কামানের৷ এদিন সেলিমপুরে প্রথম এবিভিপি’র সদস্যদের মিছিল আটকায় পুলিশ৷ এরপরই পুলিশের সঙ্গে সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়৷ গার্ডরেল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবিভিপি’র সদস্যরা৷ স্টিলের গার্ডরেলে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন তাঁরা৷ লাথিও মারা হয়৷ অনেকে গার্ডরেলের উপর উঠে পড়েন৷ অত্যন্ত সতর্ক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ৷ মাইকিংয়ের মাধ্যমে এবিভিপি’র দশ জন সদস্যকে যাদবপুর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করানোর প্রতিশ্রুতি দিতে শোনা যায় পুলিশকে৷ শান্ত হওয়ার আহ্বান করেন তাঁরা৷ জল কামান বা কাঁদানে গ্যাসের ব্যবহার করা থেকে বিরত থাকেন পুলিশ আধিকারিকরা৷ অন্যদিকে অনড় মনভাব লক্ষ্য করা যায় এবিভিপি সদস্যদের মধ্যে৷ গার্ডরেল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার সিন্ধান্ত বজায় রাখেন তারা৷ কখনও পুলিশের গার্ডরেলের সামনে বসে পড়েন তাঁরা৷ আবার কখনও উঠে বিক্ষোভ দেখান৷ অবশেষে পুলিশি বাধার মুখে সেখান থেকেই পিছু হটেন এবিভিপি’র সদস্যরা৷ 

Advertisement

[ আরও পড়ুন: পুলিশে চাকরি দেওয়ার টোপ, ৩ লক্ষ টাকা নিয়ে হাতেনাতে ধৃত ব্যক্তি ]

এবিভিপির এই মিছিলের বিরোধিতা করে যাদবপুরে পালটা কর্মসূচি পালন করছে এসএফআই৷ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে মানববন্ধন তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ তাতে সামিল হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ও কর্মীরাও৷ পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে গেট আটকে দাঁড়ান তাঁরা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ