Advertisement
Advertisement

দুটি বাসের রেষারেষিতে শহরে দুর্ঘটনা, বরাতজোরে রক্ষা বাইক চালকের

গুরুতর আহত এক অটোচালক৷

Accidents in Kolkata, 3 injured
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 27, 2018 12:51 pm
  • Updated:November 27, 2018 12:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটল দমদম পার্কে৷ বরাতজোরে প্রাণে বাঁচলেন এক বাইক চালক৷ গুরুতর জখম এক অটোচালক৷ একটি বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এদিকে, এক্সাইড মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি গাড়ি৷ দুর্ঘটনা আহত ২ জন৷

[খাস কলকাতায় উদ্ধার ১০ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার চক্রের ২ পাণ্ডা]

Advertisement

অফিস টাইমে রাস্তায় বাসের অপেক্ষায় ছিলেন বহু যাত্রী৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে যাত্রী তোলার জন্য রীতিমতো রেষারেষি করছিল দুটি বেসরকারি বাস৷ দুটি বাসই উল্টোডাঙা-এয়ারপোর্ট রুটের৷ দমদম পার্কের কাছে একটি বাসের সামনে চলে আসে একটি বাইক৷ বাইকের ঠিক সামনেই ছিল একটি অটো৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক ও পরে অটোকে ধাক্কা মারে বাসটি৷ বাসের চাকায় বাইক পিষ্ট হয়ে গেলেও, বরাতজোরে রক্ষা পান চালক৷ তবে দুর্ঘটনায় গুরুতর আহত অটোর চালক৷ বুকে আঘাত লেগেছে তাঁর৷ একটি বাসের চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাসটিকেও আটক করা হয়েছে৷ তবে অপর বাসটির নাগাল পাওয়া যায়নি৷

Advertisement

মঙ্গলবার সকালে দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার ব্যস্ত এলাকা এক্সাইড মোড়েও৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাজরার দিকে থেকে এক্সাইড মোড়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি৷ আহত হন দু’জন৷ গাড়ির চালকের দাবি, জিপিএস-এ বারবার ভুল পথ নির্দেশ দেখানো হচ্ছিল৷ তাতেই বিভ্রান্ত হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি৷

[ নাতিকে বাঁচাতে গিয়ে ক্যারাটে প্রশিক্ষকের ঘুসিতে মৃত্যু বৃদ্ধার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ