Advertisement
Advertisement

Breaking News

জাল চিকিৎসক কাণ্ডে এবার বেলভিউকে নোটিস সিআইডির

রোগী পিছু ওই ভুয়া ডাক্তার ভিজিট নিতেন ১০০০ টাকা৷

After Rubi fake doctor held in BelleVue Clinic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2017 9:00 am
  • Updated:May 27, 2017 9:00 am

স্টাফ রিপোর্টার: জাল চিকিৎসক কাণ্ডে এবার বেলভিউ হাসপাতালকে নোটিস ধরাল সিআইডি৷ বেলভিউ কর্তৃপক্ষের বয়ান রেকর্ড করছেন সিআইডি-র আধিকারিকরা৷ শুক্রবার সিআইডি-র জালে ধরা পড়ে এক জাল চিকিৎসক৷ উচ্চমাধ্যমিক পাস না করেও দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চর্ম রোগের চিকিৎসা করতেন নরেন পাণ্ডে নামে এই জাল ডাক্তার৷ এণ্টালির চেম্বার থেকে রোগী সেজে তাঁকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা৷

[মনুয়া-অজিতের ফাঁসির দাবিতে রণক্ষেত্র বারাসত আদালত চত্বর]

Advertisement

জানা যায়, ওই চিকিৎসক বেলভিউতে যুক্ত ছিলেন৷ সে কারণে বেলভিউয়ের বয়ান রেকর্ড করা হয়েছে৷ সার্টিফিকেট খতিয়ে না দেখে ওই চিকিৎসককে নিয়োগ করাটা ভুল হয়েছে বলে স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তারা সিআইডিকে জানিয়েছে, নরেন পাণ্ডের কাছে মুম্বইয়ের একটি নামী সংস্থার শংসাপত্র ছিল৷ তা দেখেই নিয়োগ করা হয়েছিল৷ তবে সিআইডির জেরায় ওই চিকিৎসক জানিয়েছে, তাঁর ইউনানির ডিগ্রি রয়েছে৷ কিন্তু ইউনানি পাস করতেও যে যোগ্যতা লাগে তা ওই জাল চিকিৎসকের নেই বলে দাবি করেছে সিআইডি৷ তাঁর কাছ থেকে জাল একটি এমডি সার্টিফিকেট মিলেছে৷

Advertisement

[প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে তাক লাগাল ওরা]

এর আগে বাইপাসের ধারের একটি হাসপাতালের সঙ্গে যুক্ত এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছিল সিআইডি৷ স্বভাবতই শঙ্কিত সাধারণ মানুষ৷ চিন্তায় পড়েছেন হাসপাতালের কর্তারাও৷ নরেন পাণ্ডে উচ্চমাধ্যমিকও পাস করেননি৷ অথচ নিজেকে চর্মরোগ বিশেষজ্ঞ বলে দাবি করতেন৷ কয়েকটি বেসরকারি ক্লিনিকেও তিনি রোগী দেখতেন৷ এণ্টালির সুরেশ সরকার স্ট্রিটে বাড়ির পাশে খুলেছিলেন নিজস্ব চেম্বার৷ পসারও হয়েছিল ভাল৷ এদিন রোগী সেজে তাঁর চেম্বারে হানা দেয় সিআইডি-র টিম৷ জানা গিয়েছে, রোগী পিছু এই ভুয়া ডাক্তার ভিজিট নিতেন ১০০০ টাকা৷ মিথ্যে সার্টিফিকেট দাখিল করে পেল্লায় এক প্যাথোলজি ক্লিনিকও খুলে ফেলেছিলেন৷ এই জাল চিকিৎসকের বাড়ি থেকে পাওয়া গিয়েছে অসংখ্য জাল নথি৷ জেরার মুখে সিআইডিকে তিনি আরও জানিয়েছেন, উত্তরবঙ্গের মালবাজারের এক প্রাক্তন স্বাস্থ্যকর্তা রয়েছেন এই সমস্ত নকল শংসাপত্রের পিছনে৷ তাঁর হাত ধরেই শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ছড়িয়ে পড়েছে জাল চিকিৎসকরা৷

[ওড়িশার ঘন জঙ্গল থেকে উদ্ধার এক দুধের শিশু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ