Advertisement
Advertisement

Breaking News

মেট্রো

সজল কাঞ্জিলালের ঘটনার পুনরাবৃত্তি, পার্ক স্ট্রিটে মেট্রোর দরজায় আটকে গেলেন যাত্রী

সহযাত্রীদের তৎপরতায় রক্ষা পেলেন এক কলেজ পড়ুয়া।

Again a passenger stuck at door of Metro in Park Street
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 6, 2019 8:41 pm
  • Updated:August 6, 2019 9:18 pm

নব্যেন্দু হাজরা: এবার আর হাত নয়, মেট্রোর দরজায় আটকে গেল যাত্রীর শরীর। ওই অবস্থায় মেট্রো চলতেও শুরু করেছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত সহযাত্রীদের তৎপরতায় রক্ষা পেলেন এক কলেজ পড়ুয়া। ঘটনাস্থল সেই পার্ক স্ট্রিট। টুইট করে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন ওই যাত্রী। 

[আরও পড়ুন: কাটমানি নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, রণক্ষেত্র রাজারহাট]

সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েন আত্রেয়ী ভট্টাচার্য। তাঁর বাড়ি টালিগঞ্জের কুঁদঘাটে। মেট্রোতেই কলেজে যাতায়াত করেন তিনি। আত্রেয়ী ভট্টাচার্যের দাবি, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ পার্ক স্ট্রিট স্টেশন থেকে যখন মেট্রোয় উঠতে যান, ঠিক তখন এসি রেকের দরজাটি বন্ধ হয়ে যায়। মেট্রোর দরজায় আটকে পড়েন তিনি। ওই কলেজ পড়ুয়ার অভিযোগ, ওই অবস্থায় মেট্রোটি চলতে শুরু করেছিল। শেষপর্যন্ত  অন্য এক যাত্রী হাত ধরে টেনে তাঁকে কামরায় ঢুকিয়ে নেন। যদিও পার্ক স্ট্রিটে স্টেশন এমন কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের দাবি, ঘটনাটি জানার পর স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। কিন্ত ট্রেনের দরজায় যাত্রী আটকে পড়ার ঘটনা নজরে পড়েনি।

Advertisement

সজল কাঞ্জিলালের ঘটনার পর মেট্রোর দরজা রীতিমতো আতঙ্কে কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের কাছে। গত মাসের শুরুতে পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রোর দরজায় হাত আটকে দুর্ঘটনায় কবলে পড়েছিলেন কসবার সজল কাঞ্জিলাল। শেষপর্যন্ত টানেলের ভিতরে থার্ড লাইনে পড়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান তিনি। ঘটনার শোরগোল পড়ে গিয়েছিল শহরে। তারপরেও কিন্তু মেট্রোয় একই ঘটনা ঘটেছে। গত ২৩ জুলাই নেতাজি ভবন মেট্রো ছাড়ার পর আরপিএফ কর্মীদের নজরে পড়ে, কামরার বন্ধ দরজার একটি যাত্রীর হাত আটকে রয়েছে। যাঁর হাত আটকে ছিল, তিনি অবশ্য কামরার ভিতরে ছিলেন। তড়িঘড়ি মেট্রো থামানো হয়। এরপর ওই যাত্রী নিজেই তাঁর হাতটি বের করে নেন।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ