Advertisement
Advertisement
CV Anand Bose

রাজভবনে উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল, থাকবেন শিক্ষামন্ত্রীও

কী নিয়ে আলোচনা হবে বৈঠকে, সেদিকেই নজর সবমহলের।

All VCs of WB Universities will meet Governor CV Anand Bose at Rajbhawan | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 17, 2023 10:00 am
  • Updated:January 18, 2023 9:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) একাধিকবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তা ফলপ্রসূ হয়নি। আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের সমস্ত উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রীও।

আচমকা কেন এই বৈঠক? জানা গিয়েছে, রাজ্যের দায়িত্ব পাওয়ার পরই উপাচার্যদের সঙ্গে বৈঠকের ইচ্ছেপ্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইন অনুযায়ী, উপাচার্যদের সঙ্গে বৈঠকের জন্য রাজভবনকে তা জানাতে হয় উচ্চ শিক্ষাদপ্তরকে। সেই নিয়ম মেনেই এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। মেল করা হয়েছে উপাচার্যদের। সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১১ টায় শুরু হবে এই বৈঠক। থাকবেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি। তারই মাঝে রাজ্যপাল-উপাচার্য বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

Advertisement

[আরও পড়ুন: স্কুলে হাম-রুবেলার টিকা নেওয়ার পর অসুস্থতার অভিযোগ, শিলিগুড়ির হাসপাতালে মৃত্যু ছাত্রীর]

প্রসঙ্গত, জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন একাধিকবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় বাদ সেধেছিল উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যপাল নিজে সরাসরি উপাচার্যদের চিঠি পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছিল, যা নিয়ম বহির্ভূত। এছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল রাজ্য। তবে এদিনের বৈঠকে কী আলোচনা হবে, সেদিকেই নজর সকলের।

Advertisement

[আরও পড়ুন: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে অন্যরূপে ‘দিদির দূত’ মদন, ঢেঁকিতে ভাঙলেন চাল, খেলেন খিচুড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ