Advertisement
Advertisement

Breaking News

Bratya Basu

Bratya Basu-র নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার ব্যবসায়ী

মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হচ্ছে।

Allegation of Offensive comments on social media against Bratya Basu, businessman arrested | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 13, 2021 3:32 pm
  • Updated:July 13, 2021 5:04 pm

কলহার মুখোপাধ্যায়: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। গ্রেপ্তার ব্যবসায়ী। সোমবার রাতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেপ্তার করেছে ওই ব্যক্তিকে। কী কারণে এই ঘটনা, তা জানার চেষ্টায় তদন্তকারীরা।

জানা গিয়েছে, ধৃতের নাম পার্থ চক্রবর্তী। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বিষয়টি শিক্ষামন্ত্র্রীর নজরে পড়ে। ২ জুন এবিষয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ব্রাত্য বসু। এরপরই তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে পাটুলি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ অর্থাৎ মঙ্গলবার তাকে আদালতে তোলা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলা: কাঁকুড়গাছির নিহত BJP কর্মীর DNA পরীক্ষার নির্দেশ হাইকোর্টের]

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করেছেন তাঁরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা জানতে চাইছেন, লাগাতার শিক্ষামন্ত্রীকে কটুক্তি করার নেপথ্যে কী কারণ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিধাননগর সাইবার ক্রাইম থানার তদন্তকারীরা। এবিষয়ে এখনও ব্রাত্য বসুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, এই প্রথম নয়, প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ আক্রমণের শিকার হন জনপ্রতিনিধিরা। পুলিশের তরফে পদক্ষেপও নেওয়া হয়। তা সত্ত্বেও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। 

Advertisement

[আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্যবস্থা! দলত্যাগ রুখতে কঠিন আইন আনছে কেন্দ্র, ইঙ্গিত স্পিকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ