BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বাজেটে বাংলার প্রাপ্তি শুধু মেট্রোয় বরাদ্দ বৃদ্ধি, গতি আসবে শহরের একাধিক রুটের কাজে

Published by: Kishore Ghosh |    Posted: February 2, 2023 8:55 am|    Updated: February 2, 2023 9:53 am

Allocation in the union budget has been increased for the Kolkata Metro | Sangbad Pratidin

নব্যেন্দু হাজরা: বাজেটের ইতিহাসে (Union Budget 2023) রেলে (Indian Railways) সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে এবার।কলকাতা মেট্রো (Kolkata Metro) প্রকল্পেও বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। নিউ গড়িয়া-এয়ারপোর্ট ও জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্পে গতবারের তুলনায় বরাদ্দ বাড়ছে বলেই রেলমন্ত্রক সূত্রে খবর। তবে বুধবার রেলের পিঙ্ক বুক না মেলায় কোনও প্রকল্পে কত বরাদ্দ হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

রেল সূত্রে খবর, পরিবেশবান্ধব প্রকল্প হিসাবে তিনটি প্রকল্পে ১০, ৩২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শহরে নিউ গড়িয়া-এয়ারপোর্ট এবং জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্প ও দূষণমুক্ত জ্বালানী শাশ্রয়কারী ইঞ্জিন তৈরি করতে এই অর্থ খরচ করা হবে। মেট্রোরেলের কর্তারা জানাচ্ছেন, কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হবে তা এখনও জানা যায়নি। তবে অঙ্কটা বেশ বড়ই হবে। এই দুই মেট্রো প্রকল্পে কাজের গতি বেশ ভাল। সম্প্রতি জোকা-তারাতলা মেট্রো রুট চালু হয়ে গিয়েছে। চলতি মাসেই নিউ গড়িয়া-রুবি পর্যন্ত যাত্রী নিয়ে ছুটবে ট্রেন। ফলে এই দুই প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে অর্থ যেন কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে সেকারণেই এই অধিক বরাদ্দ বলে জানা যাচ্ছে।

[আরও পড়ুন: খারিজ জামিনের আবেদন, জেল হেফাজতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ১৫]

২০২৪ সালে লোকসভা ভোটের কথা মাথায় রেখে এই দুই প্রকল্প দ্রুত শেষ করতে চাইছে কেন্দ্র। বিশেষজ্ঞদের কথায়, সেকারণেই সর্বাধিক বরাদ্দ হতে পারে এই দুই প্রকল্পে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাগ্যে কত বরাদ্দ হয়েছে, তা এদিন রাত পর্যন্ত জানা যায়নি। বউবাজার বিপর্যয়ের কারণে এই প্রকল্পের গতি যে থমকে গিয়েছে তা বলাই বাহুল‌্য। সেক্ষেত্রে এই প্রকল্পে কত বরাদ্দ হয়, তা দেখার। 

বুধবার কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেল বাজেট পেশ হয়। তবে কোন প্রকল্প কত পেয়েছে, তা এখনও জানানো হয়নি। সূত্রের খবর, জোকা-বিবাদি বাগ এবং নিউ গড়িয়া-এয়ারপোর্ট প্রকল্পেও অর্থ বরাদ্দ গতবারের তুলনায় অনেকটাই বাড়ছে। বরাদ্দ বাড়তে পারে নোয়াপাড়া-বারাসত প্রকল্পেও। কারণ এই প্রকল্পগুলোর কাজের গতি বেশ ভালই।

[আরও পড়ুন: শিয়ালদহে রেলের পার্সেল বুকিং বিভাগে ভিজিল্যান্সের হানা, উদ্ধার লক্ষাধিক নগদ]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে একের পর এক মেট্রো প্রকল্পের কাজ শুরু করেন। কিন্তু নানা কারণে সেই গতি কিছুটা শ্লথ হয়েছিল। তবে বছর দু’য়েক ধরে রাজ্যের সহায়তায় মেট্রো প্রকল্পগুলোর কাজ ভালই এগোচ্ছে। তাই রেলমন্ত্রকও চাইছে কলকাতায় নির্মীয়মাণ মেট্রোপ্রকল্পের কাজ শেষ করে তাতে দ্রুত পরিষেবা শুরু করতে। সেদিকে লক্ষ্য রেখেই একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হচ্ছে বলেই সূত্রের খবর।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে