Advertisement
Advertisement

Breaking News

বিপন্ন দেশের গণতন্ত্র, একজোট হওয়ার বার্তা নায়ডু-মমতার

মায়াবতীকেও বিরোধী জোটে শামিলের চেষ্টা৷

Andhra CM Chandrababu Naidu meets Mamata Banerjee
Published by: Kumaresh Halder
  • Posted:November 19, 2018 7:01 pm
  • Updated:November 19, 2018 7:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘দেশের গণতন্ত্র বিপন্ন৷ দেশকে বাঁচাতে আমরা একজোট হয়েছি৷’ চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে বৈঠক শেষে মহাজোটের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

[রাজধানীতে পিছোল বিজেপি বিরোধী রণকৌশল নির্ধারণ বৈঠক]

সোমবার সন্ধ্যায় নবান্নে দীর্ঘক্ষণ বৈঠক করেন অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গণতন্ত্র বাঁচাতে আমরা একজোট হয়েছি৷ আগামী দিনে আমরা সমস্ত অ-বিজেপি দলগুলির সঙ্গে বৈঠক করব৷ সবার পরামর্শ অনুযায়ী পরবর্তী রণকৌশল স্থির হবে৷ দেশ বাঁচাতে বিরোধী দলগুলিকে একজোট হতে হবে৷’’ মুখ্যমন্ত্রীর সংযোজন , ‘‘আগামী ২২ নভেম্বরের বদলে দিল্লিতে বিজেপি বিরোধী জোটের বৈঠক হবে সংসদ শুরুর আগে ৷ কারণ, পাঁচ রাজ্যের ভোটের জন্য সকলেই ব্যস্ত৷’’

Advertisement

[ক্লাবঘর থেকে উদ্ধার ৫ জোড়া কাটা হাত! ঘনাচ্ছে রহস্য]

Advertisement

আর কী বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু? তেলগু দেশম পার্টির সুপ্রিমোর বক্তব্য, ‘‘বিরোধীদের জোট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে৷ সকলেই জোট বেঁধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে৷  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ইতিবাচক৷ আমরা আশাবাদী, বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দলগুলিকে নিয়ে জোট বেঁধে লড়াই করতে পারব৷’’ এই কাজ সফল করতে বিরোধী দলগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন চন্দ্রবাবু৷ এমনকী, মায়াবতীকেও বিরোধী শিবিরে শামিল করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে৷

[সাবধান! শীঘ্রই বন্ধ হচ্ছে আপনার SBI ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা]

নবান্নে বৈঠক শেষে দেশের অর্থনীতি থেকে শুরু করে বেড়ে চলা বেকারত্ব নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ টাকার দাম তলিতে নেমে যাওয়া ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর বক্তব্য, ধর্মের নামে দেশে বিভাজনের রাজনীতি চলছে৷ বিরোধীরা জোট হয়ে লড়াই না করলে দেশের জন্য ক্ষতি হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ