Advertisement
Advertisement
APAI

রাজ্যে বিশ্বমানের শিক্ষা, APAI-WB এর প্রাক-কাউন্সেলিং ও শিক্ষা মেলা

WBJEEB-এর ফলাফল প্রকাশের আগেই এই অভিনব উদ্যোগ।

APAI Hosts First-Ever Pre-Counselling & Education Fair in Kolkata.
Published by: Buddhadeb Halder
  • Posted:July 4, 2025 5:23 pm
  • Updated:July 4, 2025 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের শীর্ষস্থানীয় স্ব-অর্থায়িত প্রতিষ্ঠানগুলির একটি সমষ্টি ‘এপিএআই-ডব্লিউবি’। পশ্চিমবঙ্গের স্বনামধন্য এই প্রতষ্ঠানের উদ্যোগে সফলভাবে আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল প্রাক-কাউন্সেলিং ও শিক্ষা মেলা। ইতিমধ্যেই শিলিগুড়ি, মেদিনীপুর এবং দুর্গাপুরে এই মেলা আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশনস। এবারে সেই সুযোগ পেল কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা। WBJEEB-এর ফলাফল প্রকাশের ঠিক আগেই এই মেলা কলকাতা এবং জেলার ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যত পরিকল্পনার নতুন দরজা খুলে দিল। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার ও ম্যানেজমেন্ট কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষালাভের সঠিক পরামর্শ প্রদানই মেলার প্রাথমিক লক্ষ বলে জানা গিয়েছে।

Advertisement

apai-hosts-first-ever-pre-counselling-education-fair-in-kolkata

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারপারসন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রীমতী সোনালী চক্রবর্তী ব্যানার্জি, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজিস্ট্রার ডঃ দিব্যেন্দু কর, MAKAUT WB-এর CSE বিভাগের অধ্যাপক ডঃ দেবাশিস দে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন APAI-WB-এর সভাপতি এবং JIS বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শ্রী তরণজিৎ সিং; APAI-WB-এর সাধারণ সম্পাদক শ্রী সত্যম রায়চৌধুরী এবং APAI-WB-এর কোষাধ্যক্ষ শ্রী অলোক টিব্রেওয়াল।

APAI-WB এর সম্মানিত সভাপতি সর্দার তারনজিৎ সিং জানান, “কলকাতা হল পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার মূল প্রাণকেন্দ্র। আর সকল শিক্ষার্থীর জন্য কলকাতায় এই শিক্ষামেলার আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আমাদের লক্ষ্য হল শিক্ষার্থী ও অভিভাবকদের উন্নত শিক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। একইসঙ্গে নতুন কোর্সে ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবহিত করা। সাশ্রয়ী মূল্যে উন্নত শিক্ষাব্যবস্থার সুযোগ থেকে যাতে তারা বঞ্চিত না হন, সেজন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও এই শিক্ষা মেলার উদ্দেশ্য।

APAI Hosts First-Ever Pre-Counselling & Education Fair in Kolkata

দশম, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য একগুচ্ছ সুযোগ রয়েছে এই মেলায়। MAKAUT-এর অধীনে APAI-WB পরিচালিত কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির আসনগুলিতে তারা যোগ্যতা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই প্রতিষ্ঠানগুলি ইঞ্জিনিয়ারিং-এর পাশাপাশি AI & ML, সাইবার সিকিউরিটি, IoT, ডেটা সায়েন্স-এর মতো বিষয়গুলিতেও কোর্স করিয়ে থাকেন। এছাড়াও ফার্মেসি, আর্কিটেকচার, MCA, MBA, BCA, BBA এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো কোর্সগুলিও এখানে উপলব্ধ।

APAI-WB এর সাধারণ সম্পাদক শ্রী সত্যম রায় চৌধুরী বলেন, “এই মেলাটি শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে নতুন কলেজ বা প্রতিষ্ঠান চিনিয়ে দেওয়ার জন্য নয়, বরং তাদের ভবিষ্যতের সঠিক পথকে চিনিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী বড় স্বপ্ন দেখুক এবং জানুক যে বিশ্বমানের শিক্ষালাভের সুযোগ পশ্চিমবঙ্গে রয়েছে। আমরা কেবল শিক্ষার্থীদের কর্মজীবন নয়, তাদের ভবিষ্যত তৈরিতেও বিশ্বাসী।”

আজকের এই শিক্ষা মেলা পশ্চিমবঙ্গের তরুণদের মধ্যে আধুনিক শিক্ষার সুযোগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে APAI-WB মেলা এক অপরিহার্য ধাপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement