Advertisement
Advertisement

রোজগারে টান, বেআইনি অটোর বিরুদ্ধে আন্দোলনে চালকদেরই একাংশ!

বাগুইআটি-উল্টোডাঙা রুটে বন্ধ পরিষেবা।

Auto strike at Ultadanga
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 16, 2018 3:04 pm
  • Updated:November 16, 2018 3:04 pm

কলহার মুখোপাধ্যায়: বেআইনি অটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার আন্দোলনে নামলেন অটো চালকদেরই একাংশ! শুক্রবার সকাল থেকে বাগুইআটি-উল্টোডাঙা রুটে চলছে না অটো। বিপাকে যাত্রীরা। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার হুমকি দিয়েছেন অটোচালকরা।

[ শহরে ফের ভেজাল দুধের কারবারের পর্দাফাঁস, বমাল গ্রেপ্তার ৩]

Advertisement

বাস কিংবা মেট্রো তো আছেই, এ শহরের বিভিন্ন অটোও চলে। সকাল ও বিকেলে অফিসটাইমে যাত্রীও নেহাত কম নয়। কিন্তু ইদানীং অটো চালকদের দৌরাত্ম্যে তিতিবিরক্ত যাত্রীরা। তাঁদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে চলতে হয় বেসরকারি বাসমালিকদের। এমনকী, বাসের ভাড়াও ঠিক করে দেয় পরিবহণ দপ্তর। কিন্তু অটোর ক্ষেত্রে প্রশাসনের তেমন কোনও নজরদারিই নেই। মোটর ভেহিকলস থেকে রেজিস্ট্রেশন পেলেই হল! নিজেদের পছন্দমতো রুটে অটো নিয়ে নেমে পড়েন চালকরা। এ শহরের বহু রুটে আবার প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও দিব্যি অটো চলছে। এই অনিয়মের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন বাগুইআটি-উল্টোডাঙা রুটের অটোচালকদের একাংশ। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই পরিষেবা বন্ধ রেখেছেন তাঁরা। অটোচালকদের দাবি, বাগুইআটি-উল্টোডাঙা রুটে বৈধ অটোর সংখ্যা সাড়ে তিনশো। কিন্তু অটো চলছে ছয়শোরও বেশি। অর্থাৎ আড়াইশোর অটোর বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ। ফলে বাগুইআটি-উল্টোডাঙা রুটের বৈধ অটোর চালকদের রুটি-রুজিতে টান পড়েছে। এই রুটে অটোচালকদের রেজিস্ট্রেশন দেয় মোটর ভেহিকলসের বারাসত শাখা। আন্দোলনকারীদের অভিযোগ, বিষয়টি বহুবার মোটর ভেহিকলসকে জানিয়েছেন তাঁরা। কিন্তু, লাভ হয়নি। প্রশাসন যদি এবারও ব্যবস্থা না নেয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য বাগুইআটি-উল্টোডাঙা রুটে অটো বন্ধ রাখার হুমকি দিয়েছেন চালকরা।

Advertisement

এদিকে, নিউটাউনে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক বাইক আরোহী। মৃতের নাম শংকর মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে বাইক চালিয়ে বাঙুরের দিক থেকে নিউটাউনে্র দিকে আসছিলেন তিনি। বাইকের পিছনে আরও একজন বসেছিলেন। নিউটাউনের বালিগড় মোড়ে একটি ট্যাক্সির সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। বাইক থেকে ছিটকে পড়েন শংকর। তাঁকে পিষে দিয়ে চলে যায় একটি ডাম্পার। তবে বাইকের অপর আরোহীর আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে।

[ কালীঘাটে প্রস্তাবিত স্কাইওয়াকের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ