Advertisement
Advertisement

দ্বিমুখী পথেই খুলছে বেইলি ব্রিজ, আরও সহজ উত্তরের সঙ্গে বেহালার যোগাযোগ

টুইট করে জানায় কলকাতা পুলিশ ট্রাফিক।

bailey-bridge-at-majerhat-cushions-behala
Published by: Kumaresh Halder
  • Posted:October 28, 2018 8:17 pm
  • Updated:October 28, 2018 8:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট সেতু বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ছন্দ ফিরছে দক্ষিণের সঙ্গে উত্তর কলকাতার যোগাযোগ৷ বেইলি ব্রিজের সৌজন্যে সচল যান চলাচল৷ উত্তরের সঙ্গে দক্ষিণ কলকাতার যোগ আরও সহজ করতে শর্তসাপেক্ষে বেইলি ব্রিজের দ্বিমুখী যান চলাচলের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ৷

[নিত্যযাত্রীদের জন্য সুখবর, দুর্ঘটনা এড়াতে কলকাতা মেট্রোতে নতুন রেক]

ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ৩০ তারিখ থেকে প্রতিদিন সকাল ছ’টা থেকে দুপুর একটা পর্যন্ত বেইলি ব্রিজে বেহালা থেকে উত্তর কলকাতামুখী সমস্ত ছোট গাড়ি চলাচলে ছাড় দেওয়া হবে৷ একই সঙ্গে দুপুর একটা থেকে রাত ১০টা পর্যন্ত আলিপুর রোড হয়ে বেহালায় গাড়ি নিয়ে যাতায়াত করা যাবে৷ একইভাবে ওই দিন থেকে তারাতলা ব্রিজের উপর যান নিয়ন্ত্রণ করা হবে৷ বেলা একটার পর থেকে তারাতলা ব্রিজের নিচ থেকে গাড়ি যাতায়াত করবে বলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে টুইট করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷  

Advertisement

[বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে]

Advertisement

মাঝেরহাটে সেতু ভাঙার ৩৮ দিনের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছে বেইলি ব্রিজ, লেভেল ক্রসিং ও বিকল্প রাস্তা তৈরির কাজ। ইতিমধ্যেই কলকাতার সঙ্গে বেহালার সরাসরি যোগাযোগের জন্য নিউ আলিপুরের কাছে খুলে দেওয়া হয়েছিল দু’টি বেইলি ব্রিজ। ৮০ ফুট লম্বা ও সাড়ে ৪ ফুট চওড়া বেইলি ব্রিজের সঙ্গেই চালু হয়ে গিয়েছিল মাঝেরহাট ও নিউ আলিপুরের স্টেশনের মধ্যে তৈরি হওয়া নতুন লেভেল ক্রসিং। এতদিন একমুখী পথ খোলা ছিল৷ আগামী মঙ্গলবার থেকে দুটি ব্রিজে দ্বিমুখী যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে৷ আপাতত সকাল ছ’টা থেকে একটা ও একটা থেকে রাত ১০টা এই ছকে যান চলাচল করবে৷

[জার্মানির সহায়তায় ঢেলে সাজছে রাজ্যের পরিবহণ]

 

দুটি বেইলি ব্রিজের একটি দিয়ে নিউ আলিপুর অ্যাভিনিউ হয়ে হুমায়ুন কবীর সরণি এবং অন্যটি দিয়ে হুমায়ুন কবীর সরণি হয়ে নিউ আলিপুর অ্যাভেনিউ যাওয়া যাচ্ছে। কলকাতা পুলিশের নিয়ম অনুযায়ী সেখান দিয়ে ভারী কোনও গাড়ি চলাচল করতে পারবে না। এই সেতু দিয়ে দু’চাকা, চার চাকার গাড়ি চলাচল করছে৷ বেইলি ব্রিজ দিয়ে সর্বোচ্চ ৮০-১০০ টন ওজন বহন করা যাবে। ১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে গাড়ি যাতায়াত করতে পারবে। ব্রিজটি তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ