Advertisement
Advertisement

Breaking News

মেট্রো স্টেশনেও বনধ সমর্থকদের তাণ্ডব, ব্যাহত পরিষেবা

যাত্রী সেজেই ধর্মঘটীরা মেট্রো স্টেশনে ঢুকে পড়ে বলেই অনুমান৷

Bandh supporters disrupt metro service
Published by: Sayani Sen
  • Posted:January 8, 2019 4:21 pm
  • Updated:January 8, 2019 4:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়দান মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ ধর্মঘটীদের৷ দমদমগামী মেট্রো আটকে বিক্ষোভ দেখায় তারা৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়৷ এর জেরে প্রায় সাত মিনিট ব্যাহত হয় মেট্রো চলাচল৷ ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা৷

[‘পুলিশকে কান ধরে ওঠবোস করাব’, প্রকাশ্যে হুমকি শতরূপের]

বামেদের বনধে মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে চলছে বিক্ষিপ্ত অশান্তি৷ একের পর এক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা৷ দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধও করেন তারা৷ এদিকে, বামেদের বনধেও রাজ্যকে সচল রাখতে সচেষ্ট প্রশাসন৷ বাড়তি পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল৷ অতিরিক্ত বাস, ট্রাম, মেট্রো চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছিল৷ মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখতে প্রতিটি স্টেশনের দরজায় দরজায় পুলিশও মোতায়েন করা হয়েছিল৷ কঠোর পুলিশি নিরাপত্তা এড়িয়ে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ আচমকাই কংগ্রেসের শ্রমিক সংগঠনের একদল ধর্মঘটী ময়দান মেট্রো স্টেশনে ঢুকে পড়ে৷ দমদমগামী মেট্রো আটকে দেয় তারা৷ কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ অভিযোগ, চালককে হুমকিও দেন তারা৷ মেট্রো চালকের সঙ্গে ধর্মঘটীদের বাদানুবাদ শুরু হয়৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান মেট্রো স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা রেল পুলিশ৷ তাদের সঙ্গে একপ্রস্থ বচসা বাঁধে বনধ সমর্থনকারীদের৷ দু’পক্ষের ধস্তাধস্তিও হয়৷ বেশ কিছুক্ষণ পর মেট্রোর সামনে থেকে ধর্মঘটীদের হটিয়ে দেন তাঁরা৷ এরপর যদিও মেট্রো স্টেশনে বসে পড়েন ধর্মঘটীরা৷ স্টেশনে ঢোকার মুখে পাঞ্চিং মেশিনের সামনেও বিক্ষোভ দেখান কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যরা৷

Advertisement

[শহরে বনধ সমর্থকদের তাণ্ডব, যাদবপুরে আটক বাম নেতা সুজন চক্রবর্তী]

এই ঘটনার জেরে ময়দান থেকে দমদমগামী মেট্রো চলাচল প্রায় সাত মিনিট বন্ধ থাকে৷ ব্যাহত হয় পরিষেবা৷ ধর্মঘটীদের আন্দোলনের জেরে ভোগান্তির শিকার হন যাত্রীরা৷  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ