Advertisement
Advertisement

Breaking News

নিয়মিত পালটে ফেলুন এটিএমের পিন নম্বর, গ্রাহকদের পরামর্শ ব্যাংকের

দিল্লিতে ধৃত দুই রোমানিয়ানকে আনা হল কলকাতায়৷

Bank advises customers to regularly change ATM pin number
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 4, 2018 3:14 pm
  • Updated:August 4, 2018 3:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বয়ংক্রিয় আর্থিক লেনদেন নয়, বরং প্রতিটি ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে টাকা খরচ করুন৷ নিয়মিত পালটে ফেলুন পিন নম্বর৷ এটিএম জালিয়াতি থেকে বাঁচতে গ্রাহকদের এমনই পরামর্শ দিল ইউবিআই ব্যাংক কর্তৃপক্ষ৷ রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের তরফে জানানো হয়েছে, শহরে অ্যান্টি স্কিমার এটিএম বসানো হবে৷ কিন্তু, তা সময়সাপেক্ষ৷ তাই যতদিন পর্যন্ত নয়া প্রযুক্তির এটিএম বসছে, ততদিন পর্যন্ত গ্রাহকদের সতর্ক থাকতে হবে৷ এদিকে শহরে এটিএম জালিয়াতির ঘটনায় দিল্লিতে ধরা পড়েছে রোমানিয়ার দুই নাগরিক৷ শনিবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে ধৃতদের কলকাতায় নিয়ে এলেন গোয়েন্দারা৷ কসবায় হোটেলে বসে ভিনদেশিরা জালিয়াতির ছক কষেছিল বলে জানা গিয়েছে৷ হোটেলটি সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা৷

[ OMG! মাত্র ৪৫ সেকেন্ডেই এটিএম থেকে গ্রাহকদের তথ্য চুরি!]

Advertisement

দিনভর ব্যস্ততার শেষ নেই৷ ব্যাংক গিয়ে আর্থিক লেনদেনের করার মতো সময় কই! সত্যি কথা বলতে কী, ডিজিটাল যুগের টাকা তোলা বা পাঠানোর জন্য সশরীরে ব্যাংকে যাওয়ার প্রয়োজনও পড়েনি৷ শহরে রাষ্ট্রায়ত্ত কিংবা বেসরকারি ব্যাংকের এটিএমের তো অভাব নেই৷ যখন খুশি এটিএম গিয়েই টাকা তোলেন গ্রাহকরা৷ কিন্তু, সেই এটিএম থেকেই যে উধাও হয়ে যাচ্ছে টাকা! আতঙ্কে শহরবাসী৷ দিন কয়েক আগে গড়িয়াহাট থানা ও লালবাজারে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন কানাড়া ব্যাংকের ২১ জন গ্রাহক৷ তদন্তে নেমে চক্ষু চড়কগাছ দুঁদে গোয়েন্দাদেরও! জানা যায়, শুধু কানাড়া ব্যাংকই নয়, শহরের আরও বেশ কয়েকটি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলে নিয়েছে জালিয়াতরা৷ কিন্তু, কীভাবে? লালবাজারের গোয়েন্দারা জানিয়েছেন, এটিএমে স্কিমার লাগিয়ে দেওয়া হত৷ এটিএম থেকে টাকা তুললেই গ্রাহকদের যাবতীয় তথ্য চলে আসত ওই স্কিমারে৷ সেই তথ্য ব্যবহার করে টাকা তুলে নিত জালিয়াতরা৷

Advertisement

এটিএম জালিয়াতির ঘটনার দিল্লিতে দু’জনকে গ্রেপ্তার করেছে লালবাজারে বিশেষ তদন্তকারী দল বা সিট৷ ধৃতেরা রোমানিয়ার নাগরিক৷ শনিবার ট্রানজিট রিমান্ডে তাদের নিয়ে আসা হল কলকাতায়৷ তদন্তে জানা গিয়েছে, ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত কসবার একটি হোটেলে ছিল ওভিদু সাইমন ও দুমিত্রু কালিনকে নামে ওই দুই যুবক৷ ওই হোটেলে বসেই এটিএম জালিয়াতির ছক কষেছিল তারা৷ অ্যাক্রোপলিস মল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই হোটেলটির সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা৷ ‘ভিনদেশি অতিথি’-দের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে৷ গোয়েন্দাদের অনুমান, শহরে এটিএম জালিয়াতির সঙ্গে আরও রোমানিয়ান যুবক জড়িত৷ তার সন্ধানে তল্লাশি চলছে৷ এদিকে শহরের একের পর এক এটিএম জালিয়াতির ঘটনা নড়েচড়ে বসেছে ব্যাংক কর্তৃপক্ষ৷ শনিবার ইউবিআই ব্যাংকের তরফে জানানো হয়েছে, শহরের শহরে অ্যান্টি স্কিমার এটিএম বসানো হবে৷ তবে সময় লাগবে৷ যতদিন না নয়া প্রযুক্তির এটিএম বসছে, ততদিন গ্রাহকদের সতর্ক থাকতে হবে৷ স্বয়ংক্রিয় পদ্ধতিতে আর্থিক লেনদেন নয়, বরং প্রতিটি লেনদেন আলাদাভাবে করার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ৷ গ্রাহকদের নিয়মিত এটিএমের পিন বদলে ফেলতেও বলা হয়েছে৷

[এটিএমে নকল কি-প্যাড! নিরাপত্তারক্ষীর তৎপরতায় রক্ষা পেলেন ব্যাংকের গ্রাহকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ