Advertisement
Advertisement

Breaking News

রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ফ্ল্যাট থেকে পরিচারিকার দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ

সকাল থেকেই তাঁর সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।

Bengal education secretary Manish Jain's maid servant found dead | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:August 17, 2023 8:58 am
  • Updated:August 17, 2023 9:00 am

অর্ণব আইচ: রাজ্যের শিক্ষাসচিব মনীশ জৈনের বাড়ি থেকে উদ্ধার তাঁর পরিচারিকার দেহ। এই ঘটনা ঘিরে চাঞ্চল‌্য ছড়িয়েছে। বুধবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ঘটেছে এই ঘটনাটি। বালিগঞ্জ থানার পুলিশ পরিচারিকার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ময়নাতদন্তের পর পুলিশকে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম পার্বতী সাউ (৫০)। বালিগঞ্জ এলাকার বালিগঞ্জ সার্কুলার রোডে আইএএস আবাসনে থাকেন মনীশ জৈন। ওই আবাসনের পরিচারকদের জন‌্য ঘরেই থাকতেন ওই মহিলা। সকাল থেকেই তাঁর সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাই বালিগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে প্রাধান্য বিজেপি সমর্থকদের! রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল]

পুলিশ দরজার লক ভেঙে ওই মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই মহিলার আসল বাড়ি হাওড়ার সালকিয়ায়। পরিবারের লোকেদের হাতে দেহটি তুলে দেওয়া হয়েছে। এদিকে, পর্ণশ্রীর বেচারাম চ‌্যাটার্জি রোডের একটি বাড়ি থেকে বস্কো গেল (৭৪) নামে এক ব‌্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বিদ‌্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: কী বলতে হবে পুলিশকে? যাদবপুরে ছাত্রমৃত্যুর পর ৪ বার জিবি বৈঠকে ‘ক্লাস’ নেয় প্রাক্তনীরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ