Advertisement
Advertisement
Lakshmir Bhandar

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এ পর্যন্ত খরচ কত? বিধানসভায় হিসাব দিল রাজ্য

রূপশ্রীর খরচের হিসাবও দিলেন মন্ত্রী শশী পাঁজা।

Bengal govt releases balance sheet of Lakshmir Bhandar sheet | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 25, 2023 6:53 pm
  • Updated:August 25, 2023 6:53 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) প্রকল্পে এ পর্যন্ত রাজ্য সরকারের খরচ হয়েছে ২২ হাজার কোটির কিছু বেশি টাকা। বিধানসভায় তথ্য দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। একই সঙ্গে রাজ্য সরকারের আরও এক জনকল্যাণমুখী প্রকল্প রুপশ্রীর খরচের খতিয়ানও দিয়েছেন শশী।

কন্যাশ্রী থেকে রূপশ্রী (Ruparshree), রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। ২০২১ নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন। সেইমতো ২০২১ সালের নভেম্বর মাসে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়।

Advertisement

[আরও পড়ুন: ঋণ দেবেন চিনা ব্যাংক কর্তা! রাজস্থানে বসে কলকাতায় ফাঁদ, তদন্তে লালবাজার]

এই প্রকল্পে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের মাসিক ১০০০ টাকা ও অন্যান্য মহিলাদের জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়। শুরুতে এই ভাতা পেতেন ২৫-৬০ বছর বয়সিরা। ৬০ বছর পেরিয়ে গেলে তাঁরা পেতেন বার্ধক্য ভাতা। গত রাজ্য বাজেটে ঘোষণা করা হয়, এবার ষাটোর্ধ্ব মহিলারা বার্ধক্য ভাতা-সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১ হাজার টাকা পাবেন। সেই প্রকল্পও চালু হয়েছে। বিরোধীরা অবশ্য বরাবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে খয়রাতি বলে অভিযোগ করে আসেছে।

[আরও পড়ুন: ‘ছেড়ে দিন, বাড়ি যাব’, সামান্য সুস্থ হতেই চিকিৎসকদের কাছে ‘আবদার’ বুদ্ধদেব ভট্টাচার্যর]

শুক্রবার বিধানসভায় মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ২ আগস্ট ২০২৩ পর্যন্ত কলকাতা পুরসভার মধ্যে থাকা ৫ লক্ষ ৫৭ হাজার ২৩৫ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন। গোটা রাজ্যে সংখ্যাটা ১,৯৮,৩৭,০৩৩ জন। লক্ষীর ভাণ্ডারে খরচ হয়েছে ২২ হাজার কোটির বেশি। আর ২০১৮-র এপ্রিল থেকে ৩ আগস্ট ২০২৩ পর্যন্ত রূপশ্রীর জন্য খরচ হয়েছে ৪,১২৬.৯২ কোটি টাকা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement