Advertisement
Advertisement
Duare Sarkar

পরিষেবাই মূল লক্ষ্য, নভেম্বরে রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’

‘দুয়ারে সরকার’ প্রকল্প গোড়া থেকেই বহুল প্রশংসিত।

Bengal govt start 'Duare Sarkar' initiative in November again । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2022 10:08 am
  • Updated:September 29, 2022 10:08 am

স্টাফ রিপোর্টার: ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’। নভেম্বরে ফের একগুচ্ছ জনপরিষেবা নিয়ে পাড়ায় পাড়ায় শুরু জোড়া কর্মসূচি। বুধবার বিজ্ঞপ্তি জারি করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই খবর জানান।

রাজ্যের মুখ্যসচিব বলেন,  “১-৩০ নভেম্বর পর্যন্ত ‘দুয়ারে সরকার’ এবং ১-১৫ নভেম্বর পর্যন্ত পাড়ায় সমাধান কর্মসূচি চলবে। ইতিমধ্যেই রাজ্যে চারটি পর্যায়ে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। নভেম্বরে পঞ্চম পর্ব।” মুখ‌্যসচিবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিবিরে পঁচিশ ধরনের পরিষেবা মিলবে। বাংলার মানুষের চৌকাঠে, পাড়ায় পাড়ায় সুযোগ-সুবিধা পৌঁছে দিতে ২০২০ সালের ১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। নবান্ন সূত্রের খবর, চতুর্থ পর্বের শিবিরে ৫৯ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। 

Advertisement

[আরও পড়ুন: নিত্যদিন তরুণীর বাড়িতে পরপুরুষের যাতায়াত ঘিরে অশান্তি, আসানসোলে চলল গুলি]

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জহর, ১০০ দিনের কাজ-সহ মোট ১০টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সব প্রকল্পগুলি সম্পর্কে অভাব-অভিযোগ শুনতে গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটে জিতে তৃতীয়বার সরকার গঠনের পর তা চালু হয়। মাত্র কয়েকদিনের মধ্যে ব্যাপক সাফল্য পেয়েছিল ‘দুয়ারে সরকার’ শিবির।

Advertisement

‘দুয়ারে সরকার’ (Duare Sarkaer) প্রকল্প গোড়া থেকেই বহুল প্রশংসিত। এই পরিষেবা বারবার রেকর্ড গড়েছে। বহু মানুষ চটজলদি সমাধান পেয়েছেন দুয়ারে সরকার শিবির থেকে। ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ (AI) বিভাগে সেরার পুরস্কার পেয়েছে এই জনপ্রিয় প্রকল্পটি।

[আরও পড়ুন: পুজোর আগে হাই কোর্টে ধাক্কা শুভেন্দুর, সারদাকর্তার থেকে টাকা নেওয়ার অভিযোগের তদন্ত করবে পুলিশই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ