Advertisement
Advertisement

Breaking News

Weather Update:

রাতের ঝড়বৃষ্টিতে নামল কলকাতার তাপমাত্রার পারদ, ক’দিন থাকবে মনোরম আবহাওয়া?

ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে।

Bengal Weather Update: Rain may continue till weekend
Published by: Paramita Paul
  • Posted:May 22, 2025 10:20 am
  • Updated:May 22, 2025 10:20 am  

নিরুফা খাতুন: ঝড়বৃষ্টির ফলে নেমেছে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে মনোরম আবহাওয়া। কতদিন স্থায়ী হবে এই ঝড়জল? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টি চলবে উত্তরেও। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। তারপর হাওয়া বদল।

হাওয়া অফিস বলছে, আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আজ, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয়বাষ্পজনিত অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement