Advertisement
Advertisement

Breaking News

কংগ্রেস-তৃণমূল জোট

উপনির্বাচনে তৃণমূলকে সমর্থনের প্রস্তাব কংগ্রেসের! সোনিয়াকে চিঠি আবদুল মান্নানের

তিন কেন্দ্রে লড়াইয়ের সমীকরণ কী হবে? নজর রাজনৈতিক মহলের।

'Better to support TMC in Kharagpur Sadar', Mannan writes letter to Sonia Gandhi
Published by: Sucheta Sengupta
  • Posted:October 28, 2019 8:42 pm
  • Updated:October 28, 2019 8:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের আসন্ন উপনির্বাচনে ফের কাছাকাছি আসছে কংগ্রেস-তৃণমূল? অন্তত তেমনটাই চাইছে প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ। সূত্রের খবর, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে সমর্থনের ইচ্ছা প্রকাশ করে কংগ্রেস হাইকম্যান্ডকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। সোনিয়া গান্ধীর কাছে এনিয়ে কার্যত অনুমতি চাইলেন তিনি।
রাজ্যের যে তিন কেন্দ্রে উপনির্বাচন আগামী ২৫ নভেম্বর, তার মধ্যে খড়গপুর সদর কেন্দ্রটি কংগ্রেসের কাছে সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এখান থেকেই টানা ৯ বার লড়ে বিধায়কের পদ ধরে রেখেছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম বড় নেতা জ্ঞান সিং সোহন পাল, চাচা নামেই যিনি অধিক জনপ্রিয়। বাম জমানার মধ্যগগনে কিংবা তৃণমূলের উত্থানের সময়ও এই কেন্দ্রটি কংগ্রেসের হাতছাড়া হয়নি কখনও। একমাত্র ব্যতিক্রম ২০১৬র বিধানসভা নির্বাচন। যেখানে খড়গপুর সদর থেকে ৯ বারের অপ্রতিরোধ্য, হেভিওয়েট কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিধায়ক পদ ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর থেকেই কেন্দ্রটি নিয়ে বেশ চাপে প্রদেশ কংগ্রেস।

[আরও পড়ুন: কালী মন্দিরে খুচরো পয়সার পাহাড়, খরচ করতে সমস্যায় কর্তৃপক্ষ]

দিলীপ ঘোষ এখন মেদিনীপুরের সাংসদ হয়ে যাওয়ায় খড়গপুর সদরের বিধায়ক পদ খালি। তাই সেখানে ২৫ তারিখ উপনির্বাচন। আর সেই কেন্দ্রে বিজেপিকে রুখতে তৃণমূলের হাত ধরতে চায় কংগ্রেস। সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান স্পষ্টই উল্লেখ করেছেন যে জ্ঞান সিং সোহন পালের মৃত্যুর পর থেকে সেখানে কংগ্রেসের শক্তি কমেছে অনেকটাই। তাই একক ক্ষমতায় লড়াইয়ের পথে পা না বাড়িয়ে তৃণমূলকে সমর্থন করাই শ্রেয়। অন্যদিকে, করিমপুর এবং কালিয়াগঞ্জে বিজেপি ও তৃণমূলের থেকে সমদূরত্ব বজায় রেখে বামেদের সঙ্গে জোট বাঁধতে চান আবদুল মান্নান। সোনিয়াকে চিঠিতে সেকথাও তিনি জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: অমানবিক! সদ্যোজাত কন্যাসন্তানকে আছড়ে মারল মাসি]

তিন কেন্দ্রের মধ্যে করিমপুর এবং খড়গপুর সদরে লড়াই কঠিন বলে মনে করা হচ্ছে। কালিয়াগঞ্জ কেন্দ্রে সিপিএম-কংগ্রেস সমঝোতার একটা আবহ তৈরি হয়েই রয়েছে। শুধু সিদ্ধান্ত চূড়ান্ত করার অপেক্ষা। সূত্রের খবর, খড়গপুর সদর কেন্দ্র নিয়ে কংগ্রেসের পদক্ষেপকে প্রাধান্য দিতে রাজি আলিমুদ্দিন। বাকি করিমপুর কেন্দ্রে বাম-কংগ্রেস জোট হবে কি না, তা এখনও কিছুটা ধোঁয়াশায়। ফলে সবমিলিয়ে আসন্ন উপনির্বাচনের তিন আসনের লড়াইয়ের সমীকরণ ঠিক কী হবে, সেদিকে নজর থাকছে সবমহলের।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ